১২ জুলাই, ২০২৫ | ২৮ আষাঢ়, ১৪৩২ | ১৬ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

টেকনাফে এমপি বদির মুক্তির দাবীতে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

teknaf-pic-b-1-05-11-16
দূদকের দায়ের করা সম্পদের তথ্য গোপন করার মামলায় এমপি বদিকে সাজা ও জরিমানা দিয়ে কারাগারে প্রেরণের ঘটনায় তার নির্বাচনী এলাকায় অবিলম্বে মুক্তি দাবী করে পৃথকভাবে মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
জানা যায়-৫নভেম্বর সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফ পৌরসভার আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে নারীরা দীর্ঘ লম্বা লাইনে দাড়িয়ে এমপি বদির মুক্তির দাবীতে ‘গরীবের বন্ধু এমপি বদির মুক্তি চাই,টেকনাফে শান্তি চাই,গরীবের পেটে ভাত চাই’সম্বলিত প্লেকার্ড-ব্যানার নিয়ে মানব বন্ধন করে। অপরদিকে বিকাল ৪টায় উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার শামলাপুর বাজারে এমপি বদির মুক্তির দাবীতে এক প্রতিবাদ সভা বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৌলভী আজিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহমদ। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন এমএ,টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মৌঃ রফিক উদ্দিন,হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচকে আনোয়ার চেয়ারম্যান,টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান মিয়া,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর,শিক্ষাবিদ শহীদ উল্লাহ,সাবেক জেলা ছাত্রলীগ সদস্য সরওয়ার আলম,বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোছন,সাংগঠনিক সম্পাদক আবু ছিদ্দিক,হ্নীলা ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশুর কিশোর পরিষদের সভাপতি রিদুওয়ানুল ইসলাম রিমন প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে এমপি বদির মুক্তি দাবী করেন। ####

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।