২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

টেকনাফের সিকদারপাড়া-উলুচামরী সড়কের ব্রীজটি ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে


টেকনাফের হ্নীলা সিকদারপাড়া-উলুচামরী জনবহুল সড়কের ব্রীজটি ভারী যানবাহনের চাপে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। অবিলম্বে ব্রীজটি সংস্কারের পদক্ষেপ না হলে জনভোগান্তি বৃদ্ধিসহ সড়কের ক্ষতিসাধন হতে পারে।
জানা যায়-২১জানুয়ারী রাতে উপজেলার হ্নীলা দক্ষিণ ষ্টেশনের পশ্চিম সিকদারপাড়া-উলুচামরী সড়কের ডাঃ মুফিজের বাড়ির সামনের ব্রীজটি ইট ও বালি বোঝাই ডাম্পারের ভারে ক্ষতিগ্রস্থ হয়ে যানবাহন চলার অনুপযোগী হয়ে পড়েছে। ব্রীজ দ্রুত মেরামতের পদক্ষেপ নিতে এলজিইডি অফিসসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী জনসাধারণ। এই ব্যাপারে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম সিকদার বলেন প্রতিদিন এই এলাকার শত শত ছাত্র-ছাত্রী স্কুলে যায়। তাদের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার স্বার্থে মাটি ও অন্যান্য পণ্য বোঝাই ট্রলি চলাচল নিষেধ করা হয়েছে। তবে উক্ত এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের আধিক্য বেশী হওয়ায় এখন অঘোষিত বসুন্ধরা সিটিতে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য ডাম্পার ইট-বালি নিয়ে স্থাপনা নির্মাণের জন্য সময়-অসময়ে যাতায়াত করে। গত রাতে এই রকম পণ্য বোঝাই একটি ভারী ডাম্পারের কারণে ব্রীজ ক্ষতিগ্রস্থ হয় বলে জানা গেছে। এতে হাজার হাজার মানুষের ভোগান্তি চরমে উঠবে। তাই দ্রুত এই ব্রীজটি সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি। আকস্মিকভাবে ব্রীজটি ক্ষতিগ্রস্থ হওয়ায় ঠিকাদারের কাজের গুণগত মান নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।