২৮ আগস্ট, ২০২৫ | ১৩ ভাদ্র, ১৪৩২ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

টেকনাফের নাইট্যংপাড়ায় ১ কেজি আইস সহ আটক-১, আটককৃতের সহযোগিদের আইনের আওতায় আনার দাবী এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার টেকনাফ পৌরসভার উত্তর নাইট্যংপাড়া ১ নংওয়ার্ড এলাকায় র‍্যাব এর অভিযান চালিয়ে ইউনুস প্রকাশ ইনিয়া নামক এক মাদক কারবারী কে গ্রেফতার করেছে।

১০ ফেব্রুয়ারি বিকাশ ৪ টার সময় র‍্যাব -১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নাইট্যংপাড়া এলাকায় টেকনাফ–কক্সবাজারগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ।
অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুজন কারবারী পালিয়ে গেলে ও হাতেনাতে এক ইউনুস কে আটক করা হয়।


সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক অধিনায়ক মোঃ বিল্লাল উদ্দিন জানান,
এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগ হতে ১ কেজি আইস ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয় । যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।

আটককৃতমোঃ ইউনুস প্রকাশ ইনিয়া (৩৫)
টেকনাফ পৌরসভা উত্তর নাইট্যংপাড়া ১ নংওয়ার্ড এলাকার সৈয়দ হোসেন পুত্র।
স্থানীয়ভাবে জানা যায় যে , সে দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি অভিযোগ সহ টেকনাফ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‍্যাব।


এদিকে দীর্ঘদিন থেকে আটক উক্ত ইউনুছ ও করিম উল্লাহর পুত্র ইয়াছিন,ইদ্রিস নাইট্যংপাড়ার ইয়াবার জগত নিয়ন্ত্রনে করে আসছিল। তারাই মূলত ইউনুছের সহযোগি। তাদের রয়েছে নাইট্যংপাড়া এলাকায় বিশাল সিন্ডিকেট। ইয়াছিন টেকনাফের আলোচিত শীর্ষকারবারী বন্দুকযুদ্ধে নিহত সাইফুল করিমের ড্রাইভার ও দেহরক্ষী ছিল। বর্তমানে একটি একটি প্রাইভেট কোম্পানীতে গাড়ি চালক হিসাবে চাকুরী করলেও আড়ালে চলছে মাদক ও আইসের ব্যবসা। সম্প্রতি সে ২০১৮ সালে ১০ হাজার ইয়াবা সহ ডিবির হাতে আটক হয়েছিল। অপর দিকে মোঃ ইদ্রিস স্বরাষ্ট্রমন্ত্রণালয়েরর তালিকাভুক্ত কারবারী। এলাকাবাসীর মতে তাদের কে আইনের আওতায় আনা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইয়াছিন ও ইদ্রিসের বিরুদ্ধে আনা অভিযোগ তারা অস্বীকার করেছে। তারা মাদকের সাথে জড়িত নয় বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।