২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ     ●  কক্সবাজারে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগনোর উদ্যোগ   ●  মহেশখালীতে সাংসদের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ    ●  জেএস‌আরের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ কে অপপ্রচার বলে দাবি সভাপতি জসিমের   ●  ‘দশ হাজার ইয়াবা গায়েব, আটক  সিএনজি জিডিমূলে জব্দ

জয়ার প্রশংসায় পঞ্চমুখ বিদ্যা বালান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। ব্যতিক্রমী সব চরিত্রে তিনি দর্শকদের মন ভরাতে পারদর্শি। গতানুগতিক স্রোতে গা না ভাসিয়ে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন চরিত্র প্রধান চলচ্চিত্রের অভিনয়ে। ‘ডার্টি পিকচার’ তার অনবদ্য ছবি।

মুম্বাইয়ে বসতি হলেও নিয়মিত বাংলা সিনেমা দেখেন। অনেক বাঙালি পরিচালকের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এই অভিনেত্রী বহুবার বলেছেন, বাংলা তার দ্বিতীয় ভাষা, কলকাতা সেকেন্ড হোম।

অভিনয় সচেতন এই বিদ্যা প্রশংসায় ভাসালেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে। তার ভাষ্য, জয়ার মতো শক্তিশালী অভিনেত্রী তিনি খুব বেশি দেখেননি।

কলকাতায় সম্প্রতি মুক্তি পেয়েছে ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত জয়ার ‘ভালবাসার শহর’ সিনেমাটি। মুম্বাইয়ে নিজের বাড়িতে বসে সিনেমাটি দেখেছেন বিদ্যা। সেখানে জয়ার অভিনয়ে মুগ্ধ হয়েছেন তিনি। সেই মুগ্ধতার কথাই পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন।

বিদ্যা সেখানে বলেন, ‘বাংলা সিনেমার অন্ধ ভক্ত আমি। নিয়মিতই বাংলা ছবি দেখি। তেমনি করে ‘ভালোবাসার শহর’ ছবিটি দেখলাম। সেখানে জয়া আহসানের অভিনয় দেখে একেবারে চমকে ‍ওঠেছি। দারুণ একজন অভিনেত্রী ও। সিনেমাটিতে জয়াকে দেখার পর কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে ছিলাম।’

বিদ্যা বালান বলেন, ‘চুপ করে বসেছিলাম ছবিটা শেষ করে। ভেতরে-ভেতরে চলছিল একটা তীব্র অস্থিরতা। এ কোন পৃথিবীর দৃশ্য দেখলাম আমি! যুদ্ধবিধ্বস্ত হোমস শহরের ছবি আমাকে ঝাঁকুনি দিয়ে গেল। জয়া ছিলো সুপার। কী অপূর্ব অভিনয় করেছে জয়া তা হয়তো সে নিজেও জানে না। ওর মতো শক্তিশালী অভিনেত্রী আমি খুব কমই দেখেছি।’

এদিকে বিদ্যা বালানের কাছ থেকে প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত জয়া। জাগো নিউজকে তিনি জানালেন, ‘এটা তো দারুণ ব্যাপার যে বিদ্যা বালানের মতো জনপ্রিয় এবং শক্তিশালী অভিনেত্রী আমাকে প্রশংসা করেন। আমি উৎসাহিত আরও ভালো কাজ করায়।’

তিনি আরও বলেন, ‘বিদ্যা বাংলা ছবিতে প্রায়ই কাজ করেন। নিশ্চয়ই একদিন তার সঙ্গেও কাজ করা হয়ে ‍ওঠবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।