১ জানুয়ারি, ২০২৬ | ১৭ পৌষ, ১৪৩২ | ১১ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর

জেলা পরিষদ নিয়োগ বাণিজ্য সহ্য করা হবেনা

Songbo3

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণ সংবর্ধনা দিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসী। রোববার ১৯ এপ্রিল

দুপুরে স্থানীয় ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান ও সদস্যদের সম্মানে এ গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নিয়োগ পাওয়া সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষী পদ দাশ, ক্যউচিং চাক, জহিরুল ইসলাম, ক্যসাপ্রু মার্মা, কাঞ্চন তংচঙ্গ্যা, থোয়াইছাহ্লা মার্মা, জুয়েল বম, থোয়াইহ্লামং মার্মা, ফিলিপ ত্রিপুরা, ফাতেমা পারুল, চিংয়ং ম্রো, ম্রাছা খেয়াং, তিংতিংম্যা মার্মা। এর আগে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন উপজাতীয় তরুণীরা।
গণ সংবধর্ণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মা বলেন- পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরের আন্তরিকতায় জনগণের মধ্য থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করা হয়েছে। আগামীতে নির্বাচিত এসব সদস্যদের মাধ্যমে বান্দরবান জেলায় অবহেলিত জনপদে ব্যাপক উন্নয়ন করা হবে। এসময় তিনি জেলা পরিষদের নাম ভাঙ্গিয়ে চাকুরী দেওয়ার নামে অর্থ আদায়ের বিরুদ্ধে হুসিয়ারী উচ্চারণ করে এ কর্মকান্ড থেকে সরে আসার আহ্বান জানান।
রবিবার নাইক্ষ্যংছড়িতে গণ সংবর্ধনা ও শুভ বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত পাহাড়ী-বাঙ্গালী উপজেলা সদরে সমবেত হন। জেলা পরিষদ চেয়ারম্যান ও নব নির্বাচিত সদস্যদের আগমন উপলক্ষে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণের মাধ্যমে অতিথিদের শুভেচ্ছা জানানো হয়। বিকালে সাংস্কৃতি অনুষ্ঠানে মার্মা, চাক, তংচঙ্গ্যা, ম্রো, ত্রিপুরা তরুণীদের নৃত্য, জলোৎসব, বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা উপস্থিত সর্বস্থরের মানুষের দৃষ্টি কাড়ে।
গণসংবধর্ণা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আবুল খাইর। এছাড়াও অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তাহের কোম্পানী, সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ডা: ইসমাইল হোসেন, মো: ইমরান, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সৈয়দ, মংশৈপ্রু চৌধুরী হেডম্যান, ডা: সিরাজুল হক, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: আলম, লামা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, লামা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এম বশিরুল আলম, পৌর ছাত্রলীগ সভাপতি মো: শাহিন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মংক্যহ্লা মার্মা, আলীকদম উপজেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার জিহাদ প্রমুখ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।