৮ মে, ২০২৫ | ২৫ বৈশাখ, ১৪৩২ | ৯ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

জেলা পরিষদে ১২ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

district-parisad-election-m20161202133155
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদে ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। তাদের সবাই আওয়ামী লীগের প্রার্থী। যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন কোন জেলায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন, সেসব জেলার নাম এখনো নির্বাচন কমিশনে আসেননি বলে জানান তিনি।

তবে আমাদের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের চেয়ারম্যান প্রার্থী মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, ঠাকুরগাঁওয়ে বর্তমান জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। জানা গেছে, কমপক্ষে ১৫ জেলায় আওয়ামী লীগের ৩২ জন প্রার্থী দলীয় সিদ্ধান্ত অমান্য করে বা বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মাঠ পর্যায় থেকে ইসিতে পাঠানো তথ্যানুযায়ী চেয়ারম্যান পদে মোট ১৯০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৯৫ জন ও সাধারণ সদস্য পদে ৩ হাজার ৫৬১ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুয়ায়ী, প্রার্থিতা প্রত্যাহারের করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।