১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

জায়গা সদকা নিবে কউক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের প্রধান সড়ক প্রসস্ত করতে দুই পাশের ব্যাক্তি মালিকানাধীন জায়গা সদকা নিবেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ। রবিবার ১৮ অক্টোবর বিকেলে শহরের পিটি স্কুল এলাকা প্রধান সড়কের সীমানা নির্ধারন করতে গিয়ে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান কক্সবাজারের উন্নয়নের রূপকার লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসিপিএসসি।

কক্সবাজার শহরের প্রধান সড়কের দুই পাশের সড়ক প্রশস্তের জন্য রবিবার বিকেলে সীমানা নির্ধারনের কাজ শুরু করে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ। রুমালিয়ারছড়ার পিটি স্কুল বাজার এলাকা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। এই সময় কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ফোরকান  আহমেদ বলেছেন, সড়কের প্রসস্তের জন্য সীমানা নির্ধারন করা হচ্ছে। যারা অবৈধ দখলদার আছেন তাদের ধ্রুত সরে যেতে হবে। তিনি বলেন সরকারী আর,এস এবং বি,এস দাগের বাইরে সড়ক বিভাগের অধিগ্রহন করা জায়গা উদ্ধার করা হবে। কারো ব্যাক্তিগত জায়গা নিলে তা সদকা এ জারিয়া হিসেবে গন্য করা হবে।

কউক চেয়ারম্যান ফোরকান এই সময় আরো বলেন সড়কের নির্মান কাজ শুরু হলে শহরে রিক্সা চলাচল বন্ধ থাকবে। যানজট নিরসনে অধিকাংশ রাস্তার কাজ রাতের বেলায় করা হবে। নির্মান কাজ চলার সময় সড়কের একপাশ বন্ধ থাকবে।

এ সময় কউক চেয়ারম্যান আরো বলেন, প্রধান সড়কের যানজট নিরসনে শহরের টমটমের কাগজ যাচাই বাছাই করা হবে। কখন কিভাবে তারা এই টমটমের কাগজ পেয়েছে তা যাচাই বাছাই করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।