১৮ অক্টোবর, ২০২৫ | ২ কার্তিক, ১৪৩২ | ২৫ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

জাতীয় ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতায় কক্সবাজারের ইয়াসির আরাফাত ও সাদুন মোস্তফা প্রথম


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় আয়োজিত জাতীয় ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতায় দেশে প্রথম স্থান অধিকার করেছেন কক্সবাজারের ইয়াসির আরাফাত রুবেল ও সাদুন মোস্তফার দল ‘ইকোজিপ’। গত ১৫ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিজয়ীদের হাতে ৩ লক্ষ টাকার চেক, সনদ ও ক্রেস্ট পুরস্কার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, শিল্প সচিব মোশারফ হোসাইন ভুইঞা, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লাহ।
প্রথম স্থান অধিকার করা ব্যবসায় পরিকল্পনাটি ছিল শিল্প বর্জ্য পদার্থ জিপ্সাম থেকে উন্নতমানের বহুল ব্যবহৃত নির্মান সামগ্রি তৈরী। যা বর্তমানে থাইল্যান্ড ও চীন থেকে আমদানি করতে প্রতিবছর ৩৫০ কোটি টাকা অধিক খরচ হয়। এ শিল্প প্রতিষ্ঠানটি বাংলাদেশে করা গেলে ৩৫০ কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি ৪০০ জনের অধিক লোকের কর্মসংস্থান হবে।
ইয়াসির আরাফাত রুবেল কক্সবাজার জেলা পরিষদ সদস্য, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলমের সন্তান ও সাদুন মোস্তফা কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফার সন্তান।
তরুন শিল্পোদ্দক্তা ইয়াসির আরাফাত জানান, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ও ব্যবসায়িরা ইতোমধ্যে এতে ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান, ২০১৩ সালে সুইডেনে প্রযুক্তি সম্পর্কে ধারনা লাভ করে থাইল্যান্ড এ অভিজ্ঞতা অর্জন করে দেশে এসে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সাদুন মোস্তফা এবং কাশফিয়া নেহেরিনকে সাথে নিয়ে শিল্প মন্ত্রনালয়ের এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫০টি টিম অংশ নেয়। ইয়াসির এর দল ‘ইকোজিপ’ প্রথম স্থান অধিকার করেন।
উল্লেখ্য সুষ্টু ও টকেসই শল্পিায়ন তথা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ প্রহণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি এখন সময়ের দাবীতে পরনিত হয়েছে। এসএমই উদ্যোক্তাদের নতুন নতুন ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা খুঁজে বরে করা, নতুন উদ্যোক্তা তৈরী ও সৃজনশীল এসএমই খাত উদ্ভাবনের লক্ষ্যে এসএমই ফাউন্ডশেন “জাতীয় এসএমই ব্যবসায় পরকিল্পনা প্রতিযোগিতার আয়োজন করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।