৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ও সক্রিয় আইন চায় ওআইসি

বিশ্বে ক্রমবর্ধমান জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠিন ও সক্রিয় আইন চায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। স্হানীয় সময় মঙ্গলবার সকালে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৪তম বৈঠকে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। গত ৩০ এপ্রিল শুরু হওয়া এ বৈঠক শেষ হয়েছে মঙ্গলবার। ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন ওআইসি মহাসচিব ড. ইউসুফ এ আল-ওথাইমিন।

ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৪তম বৈঠককে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে সদস্য রাষ্ট্রগুলোর জেষ্ঠ্য কর্মকর্তারা।
তিনদিনের প্রস্তুতিমূলক সভায় ওআইসির সদস্যরা ফিলিস্তিন, আরব-ইসরাইল সংঘাত, মুসলিম বিশ্বের সংঘাত, আন্তর্জাতিক জঙ্গিবাদ মোকাবেলা, ইসলামের মানহানি, ইসলাম বিদ্বেষসহ সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ ছাড়া মানবিক, অর্থনৈতিক, আইনি ও গণমাধ্যম ইস্যুতে আলোচনা করেন ওআইসির জেষ্ঠ্য কর্মকর্তারা।

জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলোর উচ্চ পদস্থ প্রতিনিধিদের আরও কঠিন ও সক্রিয় আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংস্থার মহাসচিব। সেই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের পরামর্শ দিয়েছেন তিনি। এতে সকল ধরনের নিরাপত্তা, অর্থনীতি, সাংস্কৃতিক, সামাজিক, সকল ধরনের বৈষম্য দূর করা, ইসলামের ভুল ব্যাখ্যা ও ভুল বোঝাবুঝি দূর করতে এ সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অমুসলিম দেশগুলোতে মুসলিম সম্প্রদায়ের অবস্থা পর্যবেক্ষণ করছে ওআইসি । পশ্চিমা দেশগুলোতে মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত দল গঠন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।