১২ অক্টোবর, ২০২৫ | ২৭ আশ্বিন, ১৪৩২ | ১৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

জমি বিরোধের জের

ছোট ভাইকে হত্যা মামলায় বড় ভাইকে গ্রেপ্তার করলো র‍্যাব

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে জমি বিরোধের জেরে ‘ছোট ভাইকে হত্যা মামলার প্রধান আসামি’ বড় ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
বুধবার বিকালে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সাদিকুল হক।
গ্রেপ্তার মোহাম্মদ ইউনুছ (৬০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তর-পশ্চিম পাড়ার মৃত মকবুল আহম্মদের ছেলে।
মামলার নথির বরাতে মেজর সাদিকুল সাংবাদিকদের বলেন, টেকনাফের শাহপরীরদ্বীপ উত্তর-পশ্চিম পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুছের সঙ্গে তার ছোট ভাই মোহাম্মদ হোসেনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৫ টায় মোহাম্মদ হোসেনকে বাড়ী থেকে ডেকে বের করেন বড় ভাই মোহাম্মদ ইউনুছসহ তার সঙ্গীয় লোকজন। পরে দুই ভাই জমি বিরোধ নিয়ে কথা কাটাকাটি শুরু করে।
” এক পর্যায়ে ইউনুছ ও তার সন্তানরা সহ সঙ্গীয় লোকজন ধারালো দা’সহ দেশিয় অস্ত্র-সশস্ত্র নিয়ে মোহাম্মদ হোসেনের উপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের এলোপাতাড়ী আঘাতে মোহাম্মদ হোসেন গুরুতর জখম পূর্বক ফেলে রেখে হামলাকারিরা পালিয়ে যায়। “
র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ” পরে স্বজনরা মোহাম্মদ হোসেনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
এ ঘটনায় গত ৩০ জানুয়ারি নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে মোহাম্মদ ইউনুছকে প্রধান আসামি করে টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান সাদিকুল হক।
তিনি বলেন, বুধবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরী পাড়ায় মামলার মোহাম্মদ ইউনুছ সহ কয়েকজন আসামি অবস্থান করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে ওই এলাকায় সন্দেহজনক একটি বসতঘর ঘিরে ফেললে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান চলছে বলে জানান মেজর মো. সাদিকুল হক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।