২) নিজের স্ত্রী বা প্রেমিকা সাথে থাকলেও আড়চোখে অন্য মেয়েদের দিকে ছেলেরা তাকাবেনই। এটি তাদের স্বভাবগত আচরণ। এই জিনিসটি আপনি নিয়ে তার সাথে ঝগড়া করেও কোনো লাভ হবে না। হয়তো আপনার সামনে তিনি একটু ঠিক থাকবেন কিন্তু ভেতরে সে আগের মতোই।
৩) প্রায় বেশীরভাগ ছেলের কাছে স্ত্রী না প্রেমিকা তার বন্ধু বান্ধবের পড়ে আসেন। তিনি আপনাকে যতো বেশিই ভালোবাসুন না কেন তিনি আপনার সাথে করা প্ল্যান ঠিকই বাদ দিতে পারবেন বন্ধুবান্ধবের সাথে ঘোরার জন্য। এটিও ছেলেদের একটি স্বাভাবিক স্বভাব যার পরিবর্তন নেই।
৪) ছেলেরা একই কথা বারবার শুনতে পছন্দ করেন না মোটেই। যদিও একবার-দুবার বললে সে কথা কানেও তুলবেন না, আবার একই কথা বারবার শুনতেও চাইবেন না। তাই কথা না বলে মেনে নেয়াই উচিত, তার কাছ থেকে কিছু আশা না করাই ভালো।
৫) ছেলেরা আপনার সকল ছেলেবন্ধুকে একনজরে দেখতে পারবেন না কখনোই। আপনার যতো ছেলেবন্ধু থাকবে তিনি ততোই আপনাকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে নেয়ার চেষ্টা করবেন। কিন্তু তাই বলে সব মেনে নেয়াটাও উচিত নয়। আপনি তাকে তার মতো থাকতে দিন, আপনি আপনার মতোই থাকুন।
৬) আপনি হুমকি দিয়ে ছেলেদের কিছু করাতে পারবেন না। ছেলেদের মতে মেয়েদের অনেক নরম স্বভাবের হতে হয়। আর সেটাই তারা পছন্দ করেন। আপনি নাকি কণ্ঠে ন্যাকামি করে তাকে কাজ করিয়ে নিতে পারবেন কিন্তু হুমকি দিয়ে নয়।
৭) নিজেরা না করলেও ছেলেরা সবসময়েই চান আর স্ত্রী বা প্রেমিকা সেটাই পছন্দ করুক যেটা তিনি চান। তিনি নিজের অধিকার খাটাতে বেশি পছন্দ করেন, যা আপনি বলেও পরিবর্তন করাতে পারবেন না।
৮) আপনার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা ছেলেরা একেবারেই পছন্দ করেন না। আপনি তাকে হাজার হাজার হিন্টস দিলেও সে ধরতে পারবেন না আপনি কি চান। আপনাকে মুখে বলে বোঝাতে হবে।
৯) আপনি যদি কিছু চান তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ নয়, সেটি পরেও করা যাবে। কিন্তু যদি তিনি সেটি চান তাহলে তা তাৎক্ষণিক হতে হবে। এই বিষয়ে আসলে অভিমান করে কোনো লাভ নেই। ছেলেরা এমনই।
(প্রিয়.কম)

priyo.life
 
			


 
									
			
 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।