
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগের দ্বিতীয় দিনের খেলায় চট্টগ্রাম মোহামেডান বনাম অগ্রণী ব্যাংক লি: এর মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত ম্যাচে মোহামেডানের পক্ষে একমাত্র গোলটি করেছে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির উদীয়মান ফুটবলার উসাই মং মার্মা ছোট।
এদিকে প্রথম খেলায় উসাই মং এর সাফল্যে তাঁর এলাকায় বইছে আনন্দের বন্যা। তাঁর সর্তীতসহ শুভানুধ্যায়ীরা আগামীতে উসাই মংয়ের সফলতায় দোয়া কামনা করেছেন। উসাই মং মার্মা এ প্রতিবেদককে বলেন- মানুষের ভালবাসা আর দোয়ায় আমি বহু দূর এগুতে চাই। এর আগে মাঠে তাঁর পারফমেন্স বিবেচনা করে চট্টগ্রাম মোহামেডানের হয়ে খেলার ডাক পান নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়ার মংওয়াই মার্মার ছেলে উসাই মং ছোট।
উসাই মংয়ের পাশাপাশি নাইক্ষ্যংছড়ির মানুষ এখন স্বপ্ন দেখছেন। “উসাই মং” জাতীয় ফুটবল দলে সুযোগ পেলে আলো ছড়াবে এমনটি আশা তাঁর গ্রামের মানুষের।
উসাই মংয়ের ফুটবল গুরু সাবেক ফুটবলার জ্যেতির্ময় বড়–য়া মঙ্গল বলেন- ‘উসাই মং একজন প্রতিভাবান ফুটবলার’। তার স্কিল, ড্রিবলিং এবং পজিসন সেন্স খুুবই ভাল। সবচেয়ে বড় কথা গোল করার যে স্পৃহা বা জিদ তার কাছে সেটা অনেক বেশী। এটাই তাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের বর্তমান ফুটবলের প্রেক্ষাপটে একজন ভাল গোলদাতার খুুবই অভাব। তার সেই গোলদাতা হিসেবে উসাই মংকে স্বপ্ন দেখছেন তিনি নিজেও।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।