২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

চ্যাম্পিয়নস ট্রফির জন্য কোহলিদের নতুন জার্সি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে সংশয় থাকলেও টুর্নামেন্টের দিকে একধাপ এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। এর মধ্যেই আজ বৃহস্পতিবার উন্মোচন করা হলো কোহলিদের নতুন জার্সি। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরি। চলতি বছরের এপ্রিল থেকে কোহলিদের নতুন স্পনসর হয়েছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো। নতুন জার্সিতে অপ্পোর লোগের পাশাপাশি এসেছে বেশ কিছু পরিবর্তন।

মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এই নতুন জার্সি উন্মোচন করা হয়। স্পন্সর বদল হওয়ার কারণে নতুন জার্সিতে স্টারের বদলে থাকছে অপ্পোর নাম। এছাড়া আছে ডিজাইনের কিছু পরিবর্তন। তবে জার্সির নীল রংয়ের কোনো পরিবর্তন হয়নি। এই জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কোহলিরা। এই অনুষ্ঠান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা অনেকটাই দূর করেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

‘তিন মোড়ল’ নীতির বিলোপের ইস্যুতে বেশ কিছুদিন ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জনের কথা শোনা যাচ্ছে ভারতের ক্রিকেট মহলে। আগামী ৭ মে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত না থাকলে এত বড় একটা টুর্নামেন্ট জৌলুস হারাবে তাতে কোনো সন্দেহ নেই। এছাড়া আর্থিক জরিমানাও গুণতে হবে ভারতকে। এছাড়া এই টুর্নামেন্ট বর্জন করলে আগামী দুটি ওয়ানডে বিশ্বকাপ সহ ৬ বছর আইসিসির বড় ইভেন্টগুলোতে অংশগ্রহণে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে ভারত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।