৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সফলতা, ইয়াবাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের কক্সবাজারের চকরিয়া চিরিংগা হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার- চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া কলেজ গেইট যাত্রীছাউনীর সামনে থেকে ‘এ লাইন’ গাড়ি তল্লাসী চালিয়ে তাকে গ্রেফতার করেন। অভিযানে নেতৃত্বদানকারী চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলেন, তার নেতৃত্বে এএসআই (নিঃ) লিটন সরকার সহ সংঙ্গীয় একদল পুলিশ চকরিয়া  থানাধীন লক্ষ্যারচর ইউপিস্থ চকরিয়া কলেজ গেইট যাত্রীছাউনীর সামনে চট্টগ্রামগামী কক্সবাজার -চট্টগ্রাম  মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে ‘এ লাইন’ বাস এ অভিযান চালায়। ওই সময় চট্রগ্রামের পটিয়ে পৌরসভার দক্ষিণ গৌবিন্দেরখীল এলাকার মৃত লুৎফর  রহমানের ছেলে মো. আবদুর রশীদ (২৮) কে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাসী চালিয়ে পরিহিত প্যান্টের ডান পকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৮ টি নীল রঙের প্যাকেটে ১৫২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৪,৫৮,৪০০ টাকা।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র বলেন, চিরিঙ্গা হাইওয়ে পুলিশ বরাবরই গাড়ির ব্যবস্থাপনা, অবৈধ গাড়ির রাস্তায় চলাচলের উপর কঠোর নজরদারি করে যাচ্ছে। সাথে ইয়াবা ও চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে অভিনব কায়দার পাচারকালে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।
হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।