১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

চার ম্যাচ নিষিদ্ধ মেসি

বিশ্বকাপ বাছাই পর্বে এমনিতেই অস্বস্তিতে আর্জেন্টিনা। গতকাল বলিভিয়ার বিপক্ষে একাদশে সাতটি বদল অবধারিত। এর মধ্যে বিনা মেঘে বজ্রপাত হয়ে এলো দুঃসংবাদটা। গতকাল ফিফা চার ম্যাচ নিষিদ্ধ করেছে আর্জেন্টাইন অধিনায়ককে। তাই বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বাকি থাকা পাঁচ ম্যাচের চারটিই খেলতে পারবেন না মেসি। অভিষেক ম্যাচে লাল কার্ড পাওয়া মেসি আন্তর্জাতিক ফুটবলে শৃঙ্খলাজনিত কারণে এত বড় শাস্তি পেলেন এবারই প্রথম। সেটাও কিনা বাছাই পর্বে আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে!

ঘটনাটি চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচের। রেফারি এই আর্জেন্টাইনের বিপক্ষে ফাউলের বাঁশি বাজালে কাছে থাকা লাইনসম্যান মার্সেলো ভানগাসের প্রতি নাকি অশ্রাব্য গালাগাল করেন মেসি। শেষ বাঁশির পর তাঁর সঙ্গে হাতও মেলাননি। ঘটনাটি অবশ্য ব্রাজিলিয়ান রেফারি সান্দ্রো রিচ্চির নজর এড়িয়ে যায়। অফিশিয়ালদের প্রথম ম্যাচ রিপোর্টেও তা অন্তর্ভুক্ত ছিল না। পরে সেটি যোগ করে পাঠানো হয় লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমোবলে। ফিফাও এ বিষয়ে চিঠি পাঠিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)। তদন্তে মেসি দোষী প্রমাণিত হওয়ায় গতকাল চার ম্যাচের নিষিদ্ধ করা হয় মেসিকে। ফলে বাংলাদেশ সময় কাল রাতে হয়ে যাওয়া বলিভিয়ার বিপক্ষে ম্যাচ ছাড়াও উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে ম্যাচে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে ছাড়া খেলতে হবে আর্জেন্টিনাকে।

গতকালের ম্যাচের আগে বাছাই পর্বে ৩ নম্বরে ছিল আর্জেন্টিনা। মেসিকে ছাড়া তারা সেরা চারে থেকে সরাসরি বিশ্বকাপ খেলতে পারে কি না, সেটাই দেখার। মেসির নিষেধাজ্ঞা শেষ হতে হতে হতে যে আর মাত্র একটি ম্যাচ বাকি থাকবে দুইবারের বিশ্বকাপ বিজয়ীদের! ফিফা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।