৬ মে, ২০২৫ | ২৩ বৈশাখ, ১৪৩২ | ৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

চলে গেলেন গর্জনিয়ার শিক্ষানুরাগী হাজী ইসলাম

হাফিজুল ইসলাম চৌধুরীঃ রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা কিন্ডার গার্টেন দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের প্রতিষ্টাতা সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী মোহাম্মদ ইসলাম গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মারা গেছেন। ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। গতকাল শুক্রবার বিকেল ৩টায় কিন্ডার গার্টেন দাখিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর পর পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের দশম শ্রেণি পড়–য়া শিক্ষার্থী আইনুল ইসলাম।
নামাজের আগে বক্তব্য দেন- রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি- বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের প্রাক্তন সরকারি কৌঁসলি (পিপি) ড.মহিউদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবি ড.মঈন উদ্দিন, চট্টগ্রাম দারুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা সাইফুল ইসলাম, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কাদেনা গ্রুপের কর্মকর্তা আবদুল মাজেদ সিকদার, ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম সিকদার, দোছড়ি ইউপির এক নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম, গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক শামশুল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব মোহাম্মদ ইমরান প্রমূখ।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ ইসলাম (৫৫) হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা ও তিন ছেলেকে রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।