১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

চট্রগ্রামে ইয়াবাসহ মরিচ্যার ইমতিয়াজ আটক

বাদাম ও চকলেটের প্যাকেটে করে ঢাকায় ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে মো. ইমতিয়াজ ইকরাম ওরফে কাঞ্চন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে নগরীর কোতোয়ালী থানা মোড় থেকে ১৭ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। কাঞ্চনের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মোড় থেকে ইমতিয়াজকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি।

ওসি বলেন, ‘ইমতিয়াজ ইয়াবাগুলো বিশেষ কৌশলে বাদাম ও চকলেটের প্যাকেটে করে কক্সাবাজার থেকে চট্টগ্রাম এনেছে ঢাকায় নেওয়ার জন্য।’
তিনি বলেন, ‘ইমতিয়াজ ইয়াবাগুলো নেজাম নামে এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছে। সেগুলো ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। তার সঙ্গে মোস্তফা কামাল নামের আরও একজন ছিল। সে পালিয়ে গেছে।

পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ইমতিয়াজ কক্সবাজার থেকে কয়েকটি যানবাহন পাল্টে চট্টগ্রাম এসেছে বলে জানিয়েছে। আবার চট্টগ্রাম থেকে লোকাল বাসে করে ঢাকায় যাওয়ার কথা ছিল।’

ইয়াবা পাচারের ঘটনায় গ্রেপ্তার ইমতিয়াজ এবং পলাতক নেজাম এবং মোস্তফা কামালকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা করেছে পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।