
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ১৮ হাজার ২৯ জন পরীক্ষার্থী।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান রাইজিংবিডিকে বলেন, এবারে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ছাত্র সংখ্যা ৫৫ হাজার ৪৯৪, ছাত্রী ৬২ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৬ হাজার ৫৪৭ শিক্ষার্থী, মানবিক থেকে ৩৩ হাজার ৫৭৮, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫৭ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
বোর্ড সূত্রে জানা গেছে, কেন্দ্র সচিবরা পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। তারা কেবল কথা বলার জন্য সাধারণ ফোনসেট ব্যবহারের সুযোগ পাবেন। তবে কেন্দ্র সচিব ছাড়া কেন্দ্রে কোনো পর্যবেক্ষক বা পরীক্ষা সংশ্লিষ্ট কেউ কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
এ ছাড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক জানান।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।