২৫ ডিসেম্বর, ২০২৫ | ১০ পৌষ, ১৪৩২ | ৪ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

চট্টগ্রামে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন আজ

বন্দর নগরী চট্টগ্রামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে আজ সোমবার। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করবেন। এব্যাপারে ইসি সচিব বলেন, ‘চট্টগ্রামের ১৮ লাখের বেশি ভোটার থাকলেও আপাতত ১১ লাখ ৭৬ হাজার ভোটারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে বাকি কার্ডগুলো ছাপানোর অপেক্ষায় রয়েছে। উদ্বোধনের পর স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১৬ মার্চ থেকে পর্যায়ক্রমে স্মার্টকার্ড বিতরণ করা হবে। ইসির জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এদিকে মোবাইল ফোনের মাধ্যমেও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সম্পর্কিত তথ্য জানা যাবে। SC স্পেস> NID> স্পেস >এনআইডির ১৭ নম্বরের ডিজিট টাইপ করে send করতে হবে ১০৫ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে বিতরণের স্থান ও সময় জানা যাবে।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী সশরীরে নির্দিষ্ট বিতরণ কেন্দ্রে যেতে হবে এবং লেমিনেটেড মূল জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিতে হবে। যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি তাদের মূল নিবন্ধন স্লিপ নিয়ে আসতে হবে। এছাড়া যাদের জাতীয় পরিচয়পত্র বা স্লিপ হারিয়ে গেছে তাদেরকে সংশ্লিষ্ট থানায় জিডি করে, জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।

গত বছরের ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে ঢাকায় স্মার্টকার্ড বিতরণ কাজ চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।