৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

চকরিয়া বমুবিলছড়ি ইউপির সংরক্ষিত ওয়ার্ডে আজ পুর্ণ: প্রতিদ্বন্দ্বিতায় ৩ নারী প্রার্থী

Chakaria
চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের একটি সংরক্ষিত ওয়ার্ডে আজ সোমবার পুর্ন নির্বাচন অনুষ্টিত হচ্ছে। গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি তিনপ্রার্থী সকলেই সমান ভোট পাওয়ায় নির্বাচন কমিশন ফের এ ওয়ার্ডে পুর্ন: নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ইউনিয়নের সংরক্ষিত ওই ওয়ার্ডে মোট ভোটার ১১৮৫ জন। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন তিন নারী প্রার্থী। তাঁরা হলেন খাদিজা বেগম (মাইক), আয়েশা বেগম (বক) ও রোজিনা আকতার (হেলিকপ্টার)।
বমুবিলছড়ি ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.খোরশিদুল আলম চৌধুরী বলেন, গত ২৩ এপ্রিল অনুষ্টিত নির্বাচনে বমুবিলছড়ি ইউনিয়নের একটি সংরক্ষিত ওয়ার্ডে (৭,৮,৯ নম্বর ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বি তিন নারী প্রার্থী সদস্য পদে সমান ভোট পাওয়ায় বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন ৩১ অক্টোবর সোমবার ফের ওই ওয়ার্ডে ভোটগ্রহনের নির্দেশ দেন। নির্বাচনে তিনজন প্রিজাইডিং কর্মকর্তা, ছয়জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা, ১২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, নির্বাচনে তিনটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। প্রতিটি কেন্দ্রে একজন করে উপ-পরিদর্শক (এসআই) ও একজন সহকারি উপ-পরিদর্শকের (এএসআই) তত্বাবধানে পুলিশের পাঁচজন কনস্টেবল এবং ১৬জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন। এছাড়া ১৬ সদস্যের র‌্যাবের একটি দল তিনটি কেন্দ্রে সার্বক্ষনিক টহলে থাকবেন। পাশাপাশি দুইজন অফিসার ও ১০জন কনস্টেবলের সমন্বয়ে ১২জনের দুটি মোবাইল টিম ও একটি স্টাইকিং ফোসসহ দুটি বিশেষ টিম আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।