৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

চকরিয়া উত্তর হারবাং মাধ্যমিক স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সম্পন্ন


চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাধ্যমিক স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল বুধবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানের আগে একই মঞ্চে এলাকার কৃতি সন্তান জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ সদ্য অনুষ্টিত কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হওয়ায় স্কুলের পক্ষ থেকে এবং এলাকার জনপ্রতিনিধি ও সর্বস্থরের জনগনের পক্ষ থেকে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। তাকে স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়।
উত্তর হারবাং মাধ্যমিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আতাউর রহমান বরকত মিয়ার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার অরবিন্দু ধর, সাংবাদিক কেএম নাছির উদ্দিন, হারবংি ইউনিয়ন পরিষদের ছৈয়দ নুর। অনুষ্টানটি সঞ্চালনা করেন স্কুলের প্রধান শিক্ষক মাষ্টার বেলাল উদ্দিন।
অনুষ্টানে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক এবং কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন কমর উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে গণমুখী করতে ব্যাপকভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহন করেছে। সরকার প্রধান ও আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ম শেখ হাসিনার একমাত্র লক্ষ্য লেখাপড়ার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, এখন বিদ্যালয়ে পড়তে টাকা লাগেনা, সরকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর জন্য উপ-বৃত্তি প্রকল্প চালু করেছে। আপনার সন্তান স্কুলে পড়বে, কিন্তু টাকা দেবে সরকার। তাই বলবো লেখাপড়ায় যাতে শিক্ষার্থীরা ফাঁিক দিতে না পারে সেইজন্য অভিভাবক ও শিক্ষকদের ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, সরকার বিদ্যালয়ে ঝড়েপড়া রোধ করতে মিড ডে মিল প্রকল্প চালু করেছে। যাতে শিক্ষার্থীরা দুপুরের খাবার স্কুলেই খেতে পারে। সরকারের এই উদ্যোগটি অভিভাবক, শিক্ষার্থীসহ সকলের কাছে প্রসংশিত হয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে প্রমান করেছে দেশরত্ম শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতে মান্নোয়নের মাধ্যমে নতুন প্রজন্মকে অগ্রসর করতে কাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।