২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় ২৩০টি মোবাইল চুরি, দারোয়ান আটক

churi
চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ নিউ মার্কেটের দোতলার একটি দোকানের গ্রীলের তালা কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত দশটা থেকে গতকাল শনিবার ভোররাতের যে কোন সময় ফেয়ার টেল নামক ওই দোকানে এ চুরির ঘটনাটি সংগঠিত করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা এবং সু-রুমে সজ্জিত নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের ২৩০টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। দোকান মালিক দাবি করেছেন, এতে প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করা হয় তাঁর দোকান থেকে। এ ঘটনায় শনিবার রাতে দোকান মালিক বাদি হয়ে একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের নৈশপ্রহরী আবুল হাশেমকে আটক করেছে।

শনিবার রাতে চকরিয়া থানায় দায়ের করা এজাহারে দোকান মালিক সমীর কান্তি দাশ জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে চলে যান। পরদিন সকালে এসে দোকান খুলতে গেলে দেখতে পায় চুরির এ ঘটনা। এরপর তিনি ঘটনাটি স্থানীয় ব্যবসায়ীসহ আশপাশের লোকজন জানিয়ে থানায় অবহিত করেন। পরে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনায় জড়িত সন্দেহে দোতলার নিরাপত্তায় নিয়োজিত নৈশপ্রহরী (দারোয়ান) আবুল হাসেমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

থানায় দায়ের করা এজাহারে মালামাল চুরির বিবরণ দেন দোকান মালিক। তারমধ্যে রয়েছে বিভিন্ন মডেলের সিম্পনী মোবাইল সেট ৫০টি, হাওয়াই ৫০টি, ওয়ালটন ২০টি, শাওমি ৪টি, অপপো ২১টি, সামসাং ৩৪টি, নকিয়া ৬টি, উইনম্যাক্স ১০টি, ম্যাক্সিমাইস ৭টি, অকটেন ৩টি, নিউ স্টার ২টি, এস্টোভেরী ৩টি ছাড়াও আরো বিভিন্ন কোম্পানীসহ সর্বমোট ২৩০টি মোবাইল সেট। যার আনুমানিক মূল্য সাড়ে ১৫ লক্ষ টাকা এবং নগদ টাকা লুট করা হয় ২ লক্ষ ৮০ হাজার।

চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, চকরিয়া সদরের নিউ মার্কেটে দোকানে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। থানায় দেওয়া এজাহারটি মামলা হিসেবে রুজু করে মালামাল উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।