৬ অক্টোবর, ২০২৫ | ২১ আশ্বিন, ১৪৩২ | ১৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

চকরিয়ায় স্বাস্থ্য সেবার নতুনদ্বার উম্মোচনে আনুষ্ঠানিক যাত্রা করলেন সিটি হাসপাতাল

 


মানব সেবার শতভাগ লক্ষ্য অর্জনে পথচলা শুরু করেছেন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান চকরিয়া সিটি হাসপাতাল। শনিবার (৮এপ্রিল) আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের মাধ্যমে চিকিৎসা প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্য সেবার দ্বার উম্মোচন করা হয়েছে। চকরিয়া পৌরবাস টার্মিনালস্থ হাসপাতাল মাঠে (সাবেক ইনানী ফুটর্কোট) উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় সুধী সভার।
চকরিয়া সিটি হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা সির্ভিল সার্জন ডা.পু চ নু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা.রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো.আলমগীর চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সোলতান আহমদ সিরাজী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল। উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল গফুর মানিক, উপ-ব্যবস্থাপনা পরিচালক খাইরুল বশর সোহেল ও হাসপাতাল পরিচালক পর্ষদের সকল সদস্য এবং হাসপাতালের চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক জুবাইদুল হক ও সফিউল আজম মুছা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।