১২ জুলাই, ২০২৫ | ২৮ আষাঢ়, ১৪৩২ | ১৬ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

চকরিয়ায় সিএনজি ও ম্যাজিক গাড়ির সংঘর্ষে ব্যবসায়ী নিহত, সিএনজি চালকসহ আহত-৫


চকরিয়া-মহেশখালী সড়কে সিএনজি টেক্সী ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে আবদুল মামুন (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত ও সিএনজি চালকসহ ৫ যাত্রী আহত হয়েছে। আহতদের অব¯’া আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের বাটাখালী¯’ রুহুল কাদের মিয়ার কাচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল মামুন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম গুনদন্ডি এলাকার নোয়াব আলী সওদাগরের ছেলে। আহতরা হলেন-চট্টগ্রামের বোয়াখালীর পূর্ব গুনদন্ডির মৃত আবদুর রশিদের ছেলে ুজসিম উদ্দিন (৩৫), একই উপজেলার পশ্চিম গুনদন্ডির বদি আলম (৫৫), পেকুয়া উপজেলার মগনামা এলাকার মনুর আলীর ছেলে এমতাজুল হক (৫০), মহেশখালী উপজেলার বড় মহেশখালীর মৃত সাদেক আলীর ছেলে মো.শফি (৫০) এবং সিএনজি চালক বদরখালীর বাজার পাড়া এলাকার কামাল উদ্দিন মেম্বারের ছেলে নুর হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে যাত্রীবাহি সিএনজি চকরিয়া থানা রাস্তার মাথা এলাকা থেকে ইলিশিয়া যা”িছল। সিএনজি টেক্সীটি বাটাখালী রুহুল কাদের মিয়ার ঘাটা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ম্যাজিক গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা¯’লে মারা যায় আবদুল মামুন। এসময় ্িসএনজি চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়।
¯’ানীরা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের অব¯’া আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকরিয়া থানা এসআই গোবিন্দ চন্দ্র দাশ দুর্ঘটনা নিশ্চিত করেছেন এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।