৬ নভেম্বর, ২০২৫ | ২১ কার্তিক, ১৪৩২ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চকরিয়ায় সাংবাদিকের কাছে লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Obijog
চকরিয়া রিপোটার্স ক্লাবের সভাপতি দৈনিক মানব জমিন ও পূর্বদেশ পত্রিকার চকরিয়া প্রতিনিধি সাংবাদিক বশির আল মামুনকে মোবাইল ফোনে চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যাক্তি। গত ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সন্তু লারমার চাচাতো ভাই পরিচয় দিয়ে তার মোবাইল ফোনে এ হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক বশির আল মামুন বাদি হয়ে শনিবার রাতে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন।
আক্রান্ত সাংবাদিক বশির আল মামুন জানান, গত ৯ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া উপজেলা সদরে নিজ অফিসে বসে নিউজ সংক্রান্ত কাজ করছিলেন। এসময় তার ব্যবহৃত ০১৮১২৩৭২৬৮৫ নাম্বার মোবাইলে অজ্ঞাতনামা এক ব্যক্তি ০১৮৮৩৮২৯১৩৫ নাম্বার মোবাইল থেকে ফোন করে। এসময় ওই ব্যক্তি নিজেকে শন্তু লারমার চাচাতো ভাই পরিচয় দিয়ে বলে, তুমি সাংবাদিক বশির। আমি লামার লুলাইং থেকে বলছি, আমাকে এক লক্ষ টাকা চাঁদা দিতে হবে। একদিনের মধ্যে টাকা না দিলে বড় ধরনের ক্ষতি হবে হুমকি দেয়। অজ্ঞাত ওই ব্যক্তি আরো বলে, তুমি যেখানে থাক সেখান থেকে আমরা তোমাকে খুঁেজ নেব। অনেক টাকা কামিয়েছ তাই আমার কথা মতো এক লক্ষ দিবে। না দিলে তোমার অনেক ক্ষতি হবে।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার রাতে সাংবাদিক বশির বাদি চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। যার জিডি নং-(৪৭৪)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খাঁন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুঠোফোনে হুমকি দেয়া ও চাঁদা দাবির অভিযোগে আক্রান্ত সাংবাদিক থানায় একটি জিডি রুজু করেছেন। তা তদন্তের জন্য একজন এসআইকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।