৬ অক্টোবর, ২০২৫ | ২১ আশ্বিন, ১৪৩২ | ১৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

চকরিয়ায় মাদরাসার অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু সর্ম্পকে কটুক্তি, ৫ জনের বিরুদ্ধে মামলা


চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের একটি মাদরাসার বিদায়ী অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি করার জেরে অবশেষে সোমবার ১৩ ফেব্রুয়ারী উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষেট্রট আদালতে একটি নালিশী মামলা দায়ের করা হয়েছে। উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর নুনাছড়ি গ্রামের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের সদস্য মোহাম্মদ ইউছুপ মামলাটির বাদি।
মামলায় আসামি করা হয়েছে বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তিকারী হারবাং বাজারস্থ হামেদীয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ রিশাদ, মাদরাসাটির সুপার নুরুল আলম, স্থানীয় ভিলেজারপাড়ার মফিজুর রহমানের ছেলে আবুল বশর, গোদারপাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে ইমাম হোসেন ও দক্ষিন পহরচাঁদার মৃত আবদুল গনীর ছেলে আবুল কালাম।
শুনানী শেষে আদালতের বিচারক বাদির নালিশী অভিযোগটি আমলে নিয়ে এব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কক্সবাজারস্থ পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলার আর্জিতে বাদি দাবি করেন, গত ৩০ জানুয়ারী হারবাং হামেদিয়া মাদরাসায় অনুষ্ঠিত দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অভিযুক্ত শিক্ষার্থী মোবারক রিশাদ বক্তব্য দানকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাজে মন্তব্য করেন। দাখিল পরীক্ষার্থী ওই ছাত্রকে এ ধরণের বক্তব্য দানের পেছনে মাদরাসার সুপার, শিক্ষক ও পরিচালনা কমিটির কয়েকজন সদস্য তাকে উৎসাহিত করেছেন।
জানা গেছে, বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করার এ ঘটনায় ইতোমধ্যে ক্ষুদ্ধ দুই মুক্তিযোদ্ধা বাদি হয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগগুলো তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি থানার ওসির কাছে অভিযোগ দুটির কপি প্রেরণ করেছেন। বর্তমানে ওই অভিযোগ গুলো থানা পুলিশের হাতে তদন্তাধীন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।