৫ অক্টোবর, ২০২৫ | ২০ আশ্বিন, ১৪৩২ | ১২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

চকরিয়ায় মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্য গ্রেফতার


চকরিয়ায় পুলিশের অভিযানে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্য গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে স্থানীয় পৌর বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজতে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। চকরিয়া থানার ওসি তদন্ত মো.কামরুল আজমের নেতৃত্বে পুলিশের একটিদল সফল এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন বান্দরবানের আলীকদম উপজেলার সর্দারপাড়া গ্রামের বাবুল সেনের ছেলে কাঞ্চন সেন (২২), চিত্র রঞ্জন শীলের ছেলে আশীষ শীল (২৪), মৃত সুনীল ধরের ছেলে বাবুল ধর (৩৭) ও একই ইউনিয়নের বটতলীপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে জসিম উদ্দিন (২৫)।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, কুমিল্লা থেকে সবজির ঝুঁড়িতে করে একটি গাঁজার চালান চকরিয়া হয়ে আলীকদমে নেয়া হবে জেনে রাতভর চকরিয়া পৌরবাস টার্মিনাল এলাকায় মহাসড়কে অবস্থান নিই। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে সবজির ঝুঁড়ি নিয়ে কক্সবাজারগামী একটি বাস থেকে নামেন চারজন। পরে গতিবিধি লক্ষ্য করে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর তাদের হেফাজতে থাকা ঝুঁিড় গুলো তল্লাসি করে উদ্ধার করা হয় ৫ কেজি গাঁজা।
চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত চারজনই আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে থানার এসআই মাহাবুর রহমান বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।