১৭ আগস্ট, ২০২৫ | ২ ভাদ্র, ১৪৩২ | ২২ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন

৩৬ ঘন্টা পর উদ্ধার : বখাটে যুবক গ্রেফতার

চকরিয়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় মাদরাসা ছাত্রীকে অপহরণ

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় মাদ্রাসা পড়ুয়া সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের ৩৬ ঘন্টা পর মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকা থেকে বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মোহাম্মদ সজিব (২২) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃত সজিব চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খালকাঁচা পাড়া এলাকার মোহাম্মদ হাসান আলীর ছেলে। গত সোমবার বিকাল ২টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বিএমচর ইউনিয়নের দক্ষিণ পাশে ছৈনাম্মার ঘোনা সড়কে ওই ছাত্রী অপহৃত হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার বিকালে থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে ও থানা পুলিশ জানায়, উপজেলার বদরখালী ইউনিয়নের খালকাঁচা পাড়া এলাকার মোহাম্মদ সজিব নামের ওই বখাটে যুবক কিছুদিন পূর্বে বিএমচর ইউনিয়নের ছৈনাম্মার ঘোনা এলাকায় আত্বীয়ের বাড়িতে বেড়াতে যান। এসময় ওই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়ার পথে দেখে আত্বীয়ের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেন অভিযুক্ত যুবক। কিন্তু ছাত্রীর পরিবার মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ে দিতে অনীহা প্রকাশ করেন।

ছাত্রীর পরিবার সদস্যরা জানায়, বিয়ের প্রস্তাব নাকচ করার পর থেকে বখাটে যুবক বিভিন্ন সময় মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় বিয়ের প্রস্তাব দেয়া আত্মীয়ের মাধ্যমে বখাটে যুবককে বাঁধা দেন ছাত্রীর পরিবার।

এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার বিকালে অভিযুক্ত যুবক সজিবসহ তিন-চারজন সহপাঠী নিয়ে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করের। অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও ওই ছাত্রীর খোঁজ না মেলায় মেয়েটির মা বাদী হয়ে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি (ইনর্চাজ) এসআই অরুন কান্তি চাকমা বলেন, অপহৃত ছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে থানার ওসি মো: হাবিবুর রহমানের নির্দেশে তথ্য প্রযুক্তির সাহায্যে অপহরণকারীদের অবস্থান মহেশখালী উপজেলায় শনাক্ত করা হয়। এরপর রাতেই মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতা সজিবকে গ্রেপ্তার করা হয়। পরে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, মাদরাসা ছাত্রীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত আসামীকে গ্রেফতার ও অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডাক্তারী পরীক্ষার জন্য ওই ছাত্রীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।