২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামিসহ পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে থানা পুলিশের পৃথকদল উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিন খুটাখালী ও ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিন ঘুনিয়া এবং সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকা থেকে এসব আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন খুটাখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিন খুটাখালীর ছাদেকুর রহমানের ছেলে আবদুল করিম (৩৪) ও একই উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিন ঘুনিয়া এলাকার সামসুল আলমের ছেলে আশেক আহমদ (৩২), সাহারবিল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রামপুর কাজলী বাপের চর এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে আবদুল্লাহ (২৮) একই ইউনিয়নের রামপুর মধ্যম পাড়া এলাকার মৃত ইদ্রিস আহমদ প্রকাশ ঠান্ডা মিয়ার ছেলে মো.মোর্শেদ (২৫) ও মাইজঘোনা পূর্ব পাড়া এলাকার মৃত নুর আহমদ মেস্ত্রীর ছেলে নুরুল আবছার(৩২)।
চকরিয়া থানার এএসআই সাজু প্রদাপ দাশ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গতকাল ভোররাতে উপজেলার খুটাখালী ও ফাসিয়াখালী ইউনিয়নে অভিযান চালিয়ে নিয়মিত মামলার দুই আসামি আবদুল করিম ও আশেক আহমদকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে থানার এসআই গাজী মাঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের অপর একটি অভিযানে মঙ্গলবার ভোর রাতে উপজেলার সাহারবিল ইউনিয়ন থেকে মো.আবদুল্লাহ, মো.মোর্শেদ ও নুরুল আবছারকে গ্রেফতার করেন। এসআই গাজী মাঈন উদ্দিন মঈন জানান, গ্রেপ্তারকৃত আসামী মধ্যে আবদুল্লাহ ও মোর্শেদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পালাতক ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ অভিযানে গ্রফতারকৃত আসামিদেরকে গতকাল দুপুরে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।