৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

চকরিয়ায় পারিবারিক জমির শালিশী বৈঠকে ভাইয়ের মাথা ফাটাঁলেন বোন ও অপর ভাই!

 


চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে পারিবারিক জমি বন্টনে শালিশী বৈঠকে প্রকাশ্যে পিটিয়ে ভাইয়ের মাথা ফাটিঁয়ে দিয়েছে বোন ও অপর ভাই। রোববার দুপুরে ইউনিয়নের ১নম্বর ব্লকের কুতুবদিয়া পাড়া গ্রামে ঘটেছে এ হামলার ঘটনা। ঘটনার পর গুরুতর আহত ভাই আনোয়ার হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আনোয়ার ওই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।
অভিযোগে আহত আনোয়ার হোসেন জানান, রোববার দুপুরে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পৈত্রিক জায়গার বন্টন নিয়ে শালিশী বৈঠক বসে। ওইসময় জায়গার ব্যাপারে কক্সবাজার জেলা জজ আদালতে একটি মামলা চলমান আছে জানালে ওইসময় আমার ভাই জসিম উদ্দিন ও বোন মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার ইসমত আরা বেগম ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে শোরগোল শুরু হলে ভাই ও বোনের ভাড়াটে কিছু মাস্তান প্রকৃতির লোক এসে আমাকে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করে।
আহত আনোয়ার হোসেন অভিযোগ করেছেন, ভাই জসিম উদ্দিন ও বোন ইসমম আরা বেগমের পক্ষে ঘটনার সময় হামলায় অংশ নেন স্থানীয় মনু ও ফরিদসহ বেশ কজন ভাড়াটে লোক। তিনি দাবি করেন, ঘটনার ব্যাপারে তার স্ত্রী সাহিদা বেগম বাদি হয়ে চকরিয়া থানায় অভিযোগ করতে যেতে চাইলে বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর ও পরিষদের কতিপয় মেম্বার ঘটনাটি সমঝোতা করে দেয়ার আশ^াস দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।