৬ অক্টোবর, ২০২৫ | ২১ আশ্বিন, ১৪৩২ | ১৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

চকরিয়ায় দিনদুপুরে দৃর্বৃত্তরা দুটি দোকান ভাংচুর, মালামাল লুট, ৫লাখ টাকার ক্ষতি

 


চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে জায়গা দখলে হামলা চালিয়ে দিনদুপুরে দৃর্বৃত্তরা দুটি দোকান ভেঙ্গে দিয়েছে। এসময় ব্যাপক লুটপাট চালিয়ে দৃর্বৃত্তরা প্রায় ৫লাখ টাকার ক্ষতিসাধন করেছে। ১২ ফেব্রুয়ারী সকাল দশটার দিকে ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শহরআলী বাজার এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। এ ঘটনায় দোকান মালিক আবদুল খালেক ফকিরের জামাতা লামা ফাসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এলাকার আবদু ছবুরের ছেলে জাকের উল্লাহ বাদি হয়ে সোমবার চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে কোনাখালী শহরআলী পাড়া গ্রামের মৃত আবদুল নবীর ছেলে জসিম উদ্দিন বাদশা, মোজাফ্ফর আহমদের ছেলে ছৈয়দ নুর, ছরওয়ার, নাজেমউদ্দিনসহ ৪জনকে।
চকরিয়া থানায় দায়ের করা এজাহারে বাদি জাকের উল্লাহ জানান, তার শাশুড় আবদুল খালেক ফকিরের জায়গা দখলের জন্য অভিযুক্ত আসামিরা দীর্ঘদিন ধরে নানাভাবে পায়ঁতারা চালিয়ে আসছে। এরই জের ধরে ১২ ফেব্রুয়ারী সকালে অভিযুক্ত দলবদ্ধ হয়ে লাটি-সোঠা ও দা-চুরি নিয়ে স্টেশনে এসে আবদুল খালেক ফকিরের দুটি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় হামলাকারী দুর্বৃত্তরা দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। এতে দোকান মালিকের প্রায় ৫লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে মামলার এজাহারে দাবি করা হয়। এব্যাপারে দোকান মালিক আবদুল খালেক ফকির ও তার পরিবার পুলিশ প্রশাসনের কাছে আসামিদের গ্রেফতার এবং লুন্ডিত মালামাল উদ্ধারে সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।