১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

চকরিয়ায় দিনদুপুরে দৃর্বৃত্তরা দুটি দোকান ভাংচুর, মালামাল লুট, ৫লাখ টাকার ক্ষতি

 


চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে জায়গা দখলে হামলা চালিয়ে দিনদুপুরে দৃর্বৃত্তরা দুটি দোকান ভেঙ্গে দিয়েছে। এসময় ব্যাপক লুটপাট চালিয়ে দৃর্বৃত্তরা প্রায় ৫লাখ টাকার ক্ষতিসাধন করেছে। ১২ ফেব্রুয়ারী সকাল দশটার দিকে ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শহরআলী বাজার এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। এ ঘটনায় দোকান মালিক আবদুল খালেক ফকিরের জামাতা লামা ফাসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এলাকার আবদু ছবুরের ছেলে জাকের উল্লাহ বাদি হয়ে সোমবার চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে কোনাখালী শহরআলী পাড়া গ্রামের মৃত আবদুল নবীর ছেলে জসিম উদ্দিন বাদশা, মোজাফ্ফর আহমদের ছেলে ছৈয়দ নুর, ছরওয়ার, নাজেমউদ্দিনসহ ৪জনকে।
চকরিয়া থানায় দায়ের করা এজাহারে বাদি জাকের উল্লাহ জানান, তার শাশুড় আবদুল খালেক ফকিরের জায়গা দখলের জন্য অভিযুক্ত আসামিরা দীর্ঘদিন ধরে নানাভাবে পায়ঁতারা চালিয়ে আসছে। এরই জের ধরে ১২ ফেব্রুয়ারী সকালে অভিযুক্ত দলবদ্ধ হয়ে লাটি-সোঠা ও দা-চুরি নিয়ে স্টেশনে এসে আবদুল খালেক ফকিরের দুটি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় হামলাকারী দুর্বৃত্তরা দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। এতে দোকান মালিকের প্রায় ৫লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে মামলার এজাহারে দাবি করা হয়। এব্যাপারে দোকান মালিক আবদুল খালেক ফকির ও তার পরিবার পুলিশ প্রশাসনের কাছে আসামিদের গ্রেফতার এবং লুন্ডিত মালামাল উদ্ধারে সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।