২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় চাপা পড়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু   ●  স্বদেশ ফিরতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ   ●  মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ রামু ক্রসিং হাইওয়ে থানার   ●  কক্সবাজারে হাফেজ মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিল ছাত্রলীগ   ●  রামুতে এক ঘন্টার ব্যবধানে স্কুল ছাত্রসহ হতাহত চার   ●  সুগন্ধা পয়েন্টের লাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা   ●  সাংবাদিক রাশেদুল মজিদের উপর পুলিশের হামলা, এক সদস্যের তদন্ত কমিটি   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের ‘আসকারায়’ যত্রতত্র পার্কিং, কোটি টাকার বাণিজ্য   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের অনিয়ম-দূর্নীতি ও প্রকাশ্যে চাঁদাবাজি   ●  ড্রাইভিং পেশায় মহিলাদের সুযোগ দিলেন সেভ দ্য চিলড্রেন ও সিএনআরএস

চকরিয়া ঢেমুশিয়ায় সন্ত্রাসী হামলা, নগদ টাকাসহ ব্যাপক লোটপাট

নিজস্ব প্রতিবেদক:

চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গান্ধিপাড়া রাস্তার মাথায় একটি বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ব্যাপক ভাংচুর ও লোটপাট চালায়। গত ২১ ফেব্রæয়ারী রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে চকরিয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন ভুক্তভোগীরা। জমাকৃত এজাহার ও প্রত্যক্সদর্শি সুত্রে জানা যায়, ঢেমুশিয়া ইউনিয়নের গান্ধিপাড়া রাস্তার মাথা এলাকায় দীঘদিন ধরে বসবাস করে আসছিল ওই এলাকার শফিকুর রহমানের ছেলে মো: সাকিব। গত ২১ ফেব্রæয়ারী রাত ১২টার দিকে অতর্কিত ভাবে ২টি ডাম্পার যোগে একদল সন্ত্রাসী তার বাড়িতে হানা দেয়। কোন কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। সাথে বাড়িতে অবস্থানরতদের বেদডক পোটায়। এতে আবদু ছমদের ছেলে মো: ইসলাম, শফিকুর রহমানের স্ত্রী সাফিয়া খানম গুরুতর আহত হয়। সন্ত্রাসী বাড়িতে ঢুকার সময় ফাঁকা গুলি ছুড়তে ছুঁড়তে বাড়ির চারিপাশের বাউন্ডারী ঘোরা-বেড়া ভাংচুর করে। সাকিব মনে করছেন এটি পরিকল্পিত ঘটনা। সন্ত্রাসীরা বাড়ির সকলকে মারধরের পর অস্ত্রের মুখে জিম্মি করে রেলমি ও স্যামসাং ব্রান্ডের ২টি মোবাইল, ট্যাংকের ভিতরে থাকা নগদ ২লাখ ৩৬হাজার টাকা, আহত সাফিয়া খানমের ব্যবহৃত ২ভরি ৮আনা ওজনের স্বর্ণ, একটি খাটসহ ঘরের দামী দামী আসবাবপত্র ডাম্পারে তুলে পুনরায় ফাঁকা গুলি ছোড়তে ছোড়তে বীরদর্পে চলে যায়। সাকিব দাবী করছেন তার অন্তত ৭লাখ ৭১হাজার টাকা ক্ষতি হয়েছে। সন্ত্রাসীরা হাতে বন্দুক, দা, কিরিচ ও হাতুড়ীসহ ভারী অস্ত্র-সস্ত্রে সজ্জিত ছিল। এ দিকে এ বিষয়ে সাকিব বাদী হয়ে ইউনিয়নের গান্ধিপাড়ার মৃত দলিলুর রহমানের ছেলে বদিআলম, জমিদার পাড়ার ছিদ্দিক আহমদেও ছেলে আলা উদ্দিন, বদিউল আলমের ছেলে রুহুল কাদের, শামসুল আলমের ছেলে সরওয়ার আলম, ফরিদুল ইসলামের ছেলে মো: তারেক, ওয়াজ উদ্দিনের ছেলে নাজেম উদ্দিন ও গন্ধিপাড়ার দলিলুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সহ আরও ১৫/২০ জনকে অজ্ঞাত রেখে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এদিকে ঘটনার পরপরই পুলিশের একটি টহলদল ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: ওসমান গণি জানান, ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভুক্তভোগী সাকিব বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের সহযোগীতা কামনা করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।