১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

চকরিয়ায় কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীকে উত্তরপত্র দেখিয়ে দেয়ার অভিযোগ!

obijog
চকরিয়া উপজেলার বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় পিএসপি কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে হল রুমে প্রবেশ করে প্রকাশ্যে বই থেকে উত্তর পত্র বলে দেয়ার অভিযোগ উঠেছে বেতুয়ার কূল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয় একাধিক অভিভাবক চকরিয়া প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার বহদ্দর কাটা কেন্দ্রের সচিব ওই শিক্ষকের আপন ভাই হওয়ার সুবাদে বেতুয়ারকূল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অনুশীল একাডেমীর শিক্ষার্থীর ভাল ফল করিয়ে দেয়ার আশায় টাকা নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক।
স্থানীয় কয়েকজন পিএসসি পরীক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেছেন, বিএমচরের বেতুয়ার কূল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার ছিদ্দিকীর কেন্দ্রে কোন দায়িত্ব নেই। কিন্তু তার ভাই কেন্দ্র সচিব হওয়ার সুবাধে কয়েকজন পরীক্ষার্থীর স্বজনদের কাছ থেকে সুবিধা নিয়ে অবৈধ ভাবে কেন্দ্রে প্রবেশ করে বই খূলে ওই রুমের নির্দিষ্ট ৫ জন পরীক্ষার্থীকে উত্তর পত্র দেখিয়ে ফলফল ভাল করার জন্য কাজে লিপ্ত হয়েছে। এ অবস্থার কারনে ওই কেন্দ্রে দায়িত্ব থাকা শিক্ষক, শিক্ষিকারা তাকে এ ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য বলায় ওই রুমে প্রতিদিন বাকবিতন্ডা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খুরশেদ আলম চৌধূরী বলেন, এ ধরণের অভিযোগ আমি শুনেনি। তবে আমি নিজেই পরীক্ষার দিন কেন্দ্রে গিয়ে তদারকি করব। যদি কেউ লিখিত অভিযোগ করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।