২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

চকরিয়ার কৃতিসন্তান সেলিম আসলাম সোহেল চট্টগ্রাম বিভাগীয় শেখ কামাল স্মৃতি সংসদ সভাপতি নির্বাচিত

চকরিয়া উপজেলার কৃতিসন্তান ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা ও ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি দক্ষ ক্রীড়া সংগঠক সেলিম আসলাম চৌধুরী সোহেল এবার চট্টগ্রাম বিভাগীয় শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম স্পোটস একাডেমী, তরিকত সংগঠন মাইজভান্ডারীয়া রহমানিয়া জমাত চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির যুগ্ন সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ইতোপুর্বে তিনি দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম মহানগরী আবাহনীর সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক পদে।
ক্রীড়া সংগঠক সেলিম আসলাম চৌধুরী সোহেল কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী হাই স্কুলের প্রতিষ্ঠাতা জমিদার মরহুম আলহাজ জামাল উদ্দিন চৌধুরী (প্রকাশ মাইজ্যা মিয়া), সাবেক চেয়ারম্যান ও প্রবীণ জমিদার আলহাজ বারেক আহমদ চৌধুরীর নাতী।
সেলিম আসলাম চট্টগ্রামের বিপনী বিতান ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ এস.এম ছাইফুদ্দিন আহমদ চৌধুরীর বড় ছেলে। বর্তমানে তিনি গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্স হিসেবে কর্মরত। গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানীর এর উপদেষ্টা ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর লিজেন্ড অব ইন্সুরেন্স নাসির এ চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন কর্মকর্তা সেলিম আসলাম সোহেল। তিনি একাধারে সাবেক ফুটবলার ও সাবেক ক্রিকেটার হিসেবে মাঠে যেমন ছন্দ তুলেছেন, তেমনি চট্টগ্রাম আবাহনী প্রতিষ্ঠা লগ্ন থেকে ক্লাবটির উন্নয়ন এবং তারকা খেলোয়াড় বির্নিমানে কাজ করে দক্ষ সংগঠকের পরিচয় দিয়েছেন। যেই কারনে ক্রীড়াঙ্গনে আবাহনীর ছেলে হিসেবে নিজেকে খ্যাতির অনন্য স্থানে নিতে যেতে সক্ষম হয়েছেন। এদিকে ক্রীড়া সংগঠক সেলিম আসলাম চৌধুরী সোহেল চট্টগ্রাম বিভাগীয় শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের চেয়ারম্যান এম.এ লতিফ এম.পি মহাসচিব শামশুল হক চৌধুরী এম.পি, দক্ষিণ জেলাআওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, চকরিয়া উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও ঢেমুশিয়া ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।