
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে পল্লী বিদ্যুতের আওতায় বেশকিছু নতুন সংযোগ কার্যক্রম শুরু করা হয়েছে। ইউনিয়নের ডুমখালী গ্রামে বিদ্যুৎ বলবত থাকলেও অধিকাংশ বসতবাড়ি ছিল বিদ্যুৎবিহীন অন্ধকারাচ্ছন্ন। বিদ্যুৎ ছিলো ওই এলাকার দীর্ঘ দিনের প্রানের দাবী। অবশেষে অন্ধকার থেকে আলো ফিরে পেতে যাচ্ছে অর্ধ শতাধীক পরিবার।
গতকাল ২ ডিসেম্বর শুক্রবার বিদ্যুৎ সংযোগের প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করেন ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ২৫লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজটি উদ্যোগ নেয়।
উদ্বোধন কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাইফুল এহেছান চৌং, ডুলাহাজারা (২নং ওয়ার্ড) ডুমখালী গ্রামের ইউপি সদস্য শাহাব উদ্দিন, সাংবাদিক এম.আর মাহাবুব, সাংবাদিক রুস্তম গণী মাহমুদ, মাষ্টার আনোয়ার হোছাইন, ডুলাহাজারা ইউনিয়ন বিএনপি নেতা নজির আহমদ, কক্সবাজার দক্ষিণ জেলা জামায়াত নেতা মোজাম্মল হক ও আওয়ামীলীগ নেতা রফিক মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন বলেন ‘আমার ইউনিয়নবাসীর কল্যাণ মূলক কাজে এগিয়ে আসা সকলকে আমি শ্রদ্ধা জানাই আর এক্ষেত্রে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিকে আমি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
বিদ্যুতের নতুন সংযোগ কার্যক্রম শুরু হওয়ায় সহযোগীতাকারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ জানান ডুমখালী গ্রামের জনসাধারণ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।