২৮ ডিসেম্বর, ২০২৫ | ১৩ পৌষ, ১৪৩২ | ৭ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

চকরিয়ায় ভেজাল নাস্তা তৈরীর কারখানা বেকারিতে অভিযান, সীলগালা ও অর্থদন্ড

chakaria-uno-26-10-16
কক্সবাজারের চকরিয়ায় অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি-পঁচা খামী দিয়ে পাউরুটি-বিস্কিটসহ নানান নাস্তা তৈরী এবং মেয়াদোত্তীর্ণ নাস্তা বিক্রয়ের অভিযোগে একটি বেকারি সীলগালা ও দু্িট বেকারিকে ৫ হাজার করে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এসময় আটক করা হয় দুই কর্মচারীকে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, বুধবার দুপুওে চকরিয়া পৌর শহর ও লক্ষ্যারচরের শিকলঘাট স্টেশনে অভিযান চালানো হয়। এসময় শিকলঘাটের ঢাকা কিং নামক বেকারিতে মেয়াদোত্তীর্ণসহ অপরিচ্ছন্ন পরিবেশে নাস্তা তৈরী ও বিক্রয় করতে দেখা যায়। ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে টের পেয়ে পালিয়ে যায় মালিকপক্ষ। ফলে ওই বেকারিটি সীলগালা করে দেয়ার পাশাপাশি আটক করা হয় দুই কর্মচারীকে। অপরদিকে, পৌরশহরের বিমান বন্দর সড়কের নিউ মডেল বেকারি ও নিউ বনফুল বেকারিকে পঁচা-বাসি খামী দিয়ে নাস্তা তৈরী এবং বিস্কিট-পাউরুটির পেকেটে মেয়াদ লেখা না থাকায় ৫ হাজার করে দুই বেকারিকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।