২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় নির্খোঁজ জেডিসি পরীক্ষার্থী ফাতেমা জন্নাত

chakaria-pc-21-11-2016
কক্সবাজারের চকরিয়ায় ফাতেমা জন্নাত (১৪) নামের এক জেডিসি পরীক্ষার্থী গত তিনদিন ধরে নির্খোঁজ রয়েছে। সদ্য অনুষ্টিত জেডিসি পরীক্ষার শেষ দিনে গত ১৯ নভেম্বর পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হলেও ওই ছাত্রী বাড়ি ফিরেনি। এঘটনার পর পরিবার সদস্যরা তার খোঁেজ সম্ভাব্য সকলস্থানে সন্ধান করেও তার হদিস পাচ্ছেনা। এ অবস্থার কারনে পরিবার সদস্যদের মাঝে রীতিমত আতঙ্ক দেখা দিয়েছে। নিখোঁজ ফাতেমা উপজেলার বদরখালী ইউনিয়নের নজির আহমদের মেয়ে এবং স্থানীয় বদরখালী এমএস ফাজিল মাদরাসার শিক্ষার্থী।
বদরখালী এমএস ফাজিল মাদরাসার সুপার মো.আবুল বশর জানান, শিক্ষার্থী ফাতেমা জন্নাত তাঁর মাদরাসা থেকে এবছর জেডিসি পরীক্ষায় অংশ নেন। গত ১৯ নভেম্বর শেষ হয়েছে পরীক্ষা। কিন্তু পরিবার জানিয়েছে, শিক্ষার্থী ফাতেমা পরীক্ষার শেষ দিন থেকে আর বাড়ি ফিরেনি।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা নজির আহমদ জানান, পরীক্ষা শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত তার মেয়ে ফাতেমা জন্নাত চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের আনোয়ারুল উলুম মাদরাসা কেন্দ্রে গিয়ে সকল পরীক্ষায় অংশ নিয়েছেন। কিন্তু শেষ দিন ১৯ নভেম্বর বাড়ি থেকে কেন্দ্রে পরীক্ষা দিতে গেলেও পরীক্ষা শেষে সহপাঠিদের সাথে মাদরাসার গাড়িতে করে আর আর বাড়ি ফিরেনি। তিনি অভিযোগ করেছেন, পরীক্ষা শেষে তার মেয়ে মাদরাসার গাড়িতে না উঠার ঘটনাটি তাকে মাদরাসার সংশ্লিষ্ট কোন শিক্ষক জানাইনি।
নজির আহমদ জানান, তাঁর মেয়ে ফাতেমা জন্নাত নিখোঁজের ঘটনায় তিনি বাদি হয়ে ইতোমধ্যে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করেছেন। পাশাপাশি কেউ তার মেয়ের সন্ধান পেলে ০১৮১৬-০২৮১০৯ নাম্বার মুঠোফোনে জানানোর জন্য তিনি অনুরোধ করেছেন। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।