৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

ঘুমধুমে কর্মসৃজন প্রকল্পের কাজ এগিয়ে চলছে


সরকার গ্রামীন অবকাঠামোর উন্নয়ন ও অতিদরিদ্রদের কর্মসংস্থান লক্ষে কর্মসৃজন প্রকল্পর কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে উক্ত প্রকল্পের কাজ উদ্ধোধন হয়েছে। ৫ মার্চ রবিবার সকালে ইউনিয়নের ৪ ও ১ নং ওয়ার্ডের সংযুক্ত জলপাইতলী হয়ে পাহাড় পাড়া প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত কাচা রাস্তা প্রশস্থকরণ কাজের উদ্ভোধন করেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ইউপি সচিব এরশাদুল হক, ইউপি সদস্য আবদুল গফুর সহ স্থানীয় আওয়ামীলীগ নেতা ও গণ্যমান ব্যাক্তিগণ। ২০১৬-১৭ অর্থ বছরের আওতায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ১ম পর্যায়ের কাজ সরকার ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে আরম্ভ করেন। ঘুমধুম ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগন ১ ও ৪ নং ওয়ার্ড সংযুক্ত, ২ নং ওয়ার্ড, ৬ নং ওয়ার্ড ও ৯ নং মিলে ৪ টি প্রকল্পের কাজ পুরোদমে এগিয়ে চলছে। এতে ১২২ জন শ্রমিক নিয়ে উক্ত প্রকল্পর কাজ আরম্ভ করেছেন। এই কর্মসূচী ৪০ দিন বিদ্যমান থাকবে। সরকারের এই কর্মসৃজন কাজের ফলে সংস্কারের অভাবে পড়ে থাকা অনেক রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে। সাধারণ শ্রমিকদের কর্মসংস্থান ও মানুষের চলাচল এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হচ্ছে। কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প কাজের হতদরিদ্র শ্রমিকরা বলেন, বর্তমান সরকারের এই উদ্যোগের ফলে আমরা যেমন কাজ করে কাজের মুল্য পাচ্ছি, ঠিক গ্রামের অবহেলায় পড়ে থাকা রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে এই সুন্দর উদ্যোগের জন্য সরকার এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বার গনদেরকে সাধুবাদ জানাই। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ জানান, সরকারের ২০১৬-১৭ অর্থ বছরে আওতায় অতিদরিদ্ররের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ হাতে নিয়েছে। যা প্রকল্প হিসেবে আমরা পরিষদের মাধ্যমে গ্রামের ১২২ জন দরিদ্র শ্রমিকদের নিয়ে অত্যন্ত সুন্দর ও সৌর্হাদ্যপুর্ণ পরিবেশে কাজ চালিয়ে যাচ্ছি। এই কাজের ফলে গ্রামের রাস্তার সংস্কার ও অতিদরিদ্রদের কর্মসংস্থান হচ্ছে। পাশাপাশি দারিদ্র বিমোচনেও খানিকটা দুঃখ লাঘব হচ্ছে হতদরিদ্র পরিবারের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।