২২ অক্টোবর, ২০২৫ | ৬ কার্তিক, ১৪৩২ | ২৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

গ্রামীণ নারীদের জীবন-জীবিকায় তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য-সচিব নাজমা

রামুতে তথ্য আপা ‘বিশেষ উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ও মহিলাদের ক্ষমতায়নে তথ্য সেবা প্রদানের পাশাপাশি সেবা গ্রহীতাদের জন্য আয়োজিত বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক।
শনিবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় উপেজলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত তথ্য আপা: বিশেষ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।

শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা। শেখ হাসিনায় সহায়তায়, তথ্য আপা পথ দেখায়। এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিশেষ উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন, তথ্য আপা প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব শাহনাজ বেগম নীনা, পরিবার ও পরিসংখ্যান অধিশাখা এবং উন্নয়ন অধিশাখার যুগ্ম-সচিব নাহিদ মঞ্জুরা আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া প্রমুখ।

তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় আয়োজিত বিশেষ উঠান বৈঠকে বক্তারা বলেন, গ্রামীণ নারীদের জীবন-জীবিকায় তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। তথ্য প্রযুক্তির ব্যবহার নারীর ক্ষমতায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত নারীর তথ্যে প্রবেশাধিকার, তথ্য প্রযুক্তির সেবা প্রদানে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করা হচ্ছে। গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং ই-কমার্স, স্কাইপি, ই-মেইল, ভিডিও কনফারেন্স সহ আধুনিক প্রযুক্তি সম্পর্কে গ্রামীণ তৃণমূল মহিলাদের সচেতন করে তোলে তথ্য আপা।

রামু উপজেলা তথ্য আপা সুমি খাতুনের স্বাগত বক্তৃতায় ও অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুনের সঞ্চালনায় অনুষ্ঠিত তথ্য আপা: বিশেষ উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য আপা প্রকল্পের উপ-পরিচালক যুগ্ম-সচিব এস এম নাজিমুল ইসলাম, উপ-পরিচালক উপ-সচিব মো. লোকমান হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, কক্সবাজার সদর উপজেলার তথ্যসেবা কর্মকর্তা জেসমিন আকতার, টেকনাফ উপজেলার তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা আকতার প্রমুখ।

এছাড়াও তথ্য আপা: বিশেষ উঠান বৈঠকে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন: বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক নিরোধ আইন, পারিবারিক সহিংসতা এবং নারীনীতি সম্পর্কে আলোচনা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।