১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২ | ১১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

গোয়ালীয়া রেজু খালের ব্রীজ নিমার্ণের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করলেন সাংসদ কমল

Exif_JPEG_420
সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রূপকল্প ২০২১ বাস্তবায়নে গ্রামীণ জনপদের উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছেন কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। গতকাল ৮ নভেম্বর বিকাল ৫টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি মেরিন ড্রাইভ-মরিচ্যা ডিসি সড়কের চেইনেজ ৪৩৩৪ মিটারের রেজু খালের উপর ৮৬.০০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তরকালে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, কক্সবাজার জেলার পিছিয়ে পড়া জনপদের উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে আরও উন্নয়নের দ্বারাকে বেগমান করে রামু-কক্সবাজারকে বাংলাদেশের একটি আধুনিক ও আত্মনির্ভরশীল সংসদীয় এলাকা হিসেবে দেশনেত্রী ১৭ কোটি মানুষের অভিভাবক বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। এছাড়াও এতদঞ্চলের কেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ১০ চাউল বিতরণ, বিজিডি কার্ড, প্রতিবন্ধি ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। শিক্ষাবান্ধব সরকার বর্তমানে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে ডিগ্রী পর্যন্ত শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে বলেও তিনি তার বক্তব্যে বলেন। এই ব্রীজের নিমার্ণের ফলে বৃহত্তর গোয়ালীয়া, হিমছড়ি, খুনিয়াপালং ও উখিয়ার মরিচ্যার বৃহৎ জনগোষ্ঠীর যোগাযোগ সহজ হবে বলে বক্তারা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রামু উপজেলার পরিষদের চেয়ারম্যান
রিয়াজুল আলম,
ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী,
বর্তমান চেয়ারম্যান যথাক্রমে ফরিদুল আলম, সৈয়দ নজরুল ইসলাম,
সাবেক চেয়ারম্যান যথাক্রমে জাফর আলম চৌধুরী, সিরাজুল ইসলাম ভুট্রো, নুরুল হক, শামসুল আলম, আবদুল গনি সওদাগর, আওয়ামীলীগ নেতা সৈয়দ আবদুস শুক্কুর,
সৈনিকলীগ নেতা ইউনুছ খান, সেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম আলী চৌধুরী, রামু কলেজের অধ্যক্ষ আবদুল হক, ইউপি সদস্য মোস্তাক আহমদ, আবু তাহের টুনু, কামাল হোসেন, এম মনজুর আলম।
ব্রীজের নিমার্ণ কাজ উদ্ভোধন শেষে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদের সভাপতিত্বে ও স্থানীয় যুবনেতা ফেরদৌসের পরিচালনায় এবং খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিশিষ্ট দানবীর ও শিল্পপতি মোস্তাক আহম্মদের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামু উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, মাওলানা আব্দুল্লাহ, ছৈয়দ আলম সোলতান মেম্বার, হাজি জাকারিয়া, প্রমুখ।
ব্রীজের নিমার্ণ কাজ উদ্ভোধনের পূর্বে ঘন্টাব্যাপী খুনিয়াপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কেটে খাওয়া মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ঘুরে বেড়ান। এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সরকার দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।