৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ

গাউসিয়া কমিটি বাংলাদেশ উখিয়া উপজেলা (আংশিক) কমিটি গঠিত

সংবাদ বিজ্ঞপ্তি;

গাউসিয়া কমিটি বাংলাদেশ উখিয়া উপজেলা কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার (০৬ অক্টোবর) সোনার পাড়া বাইতুল হারামাইন জামে মসজিদ কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় ওই কমিটি গঠন করা হয়। মসজিদের খতিব মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সহ—সভাপতি আবু তাহের। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মকসুদ উল্লাহ, মাওলানা নুরুল হক সাহেব, মাওলানা রাহমত উল্লাহ, মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা ছৈয়দ আহমদ ও মাওলানা আব্দুল করিম।

পরে সকলের সম্মতিক্রমে গাউসিয়া কমিটি বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে ৭ জন উপদেষ্টা মনোনীত করা হয়। তাঁরা হলেন, চেয়ারম্যান এস.এম ছৈয়দ আলম, জসিম চৌধুরী, আবু তাহের চৌধুরী, আনসার আলী, আব্বাস উদ্দিন, সিরাজুর রহমান ও মোজাম্মেল হক।

এছাড়া জাফর উল্লাহকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে উখিয়া উপজেলা শাখার আংশিক কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ—সভাপতি লিয়াকত আলী বাবুল, ইউসুফ জালাল, ছৈয়দ আলম, মোহাম্মদ আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মোহাম্মদ ইউছুফ, মৌলভী শফি আলম, সাংগঠনিক সম্পাদক রাসেল মোস্তফা, সৈয়দ আলম ড্রাইভার, মোহাম্মদ ইউসুফ, সাগর আলম, বাহার উল্লাহ, অর্থ সম্পাদক আমির হোসাইন, সহ—অর্থ সম্পাদক ছৈয়দ হোসাইন, প্রচার সম্পাদক রাহমদ তাহেরী ও সহ—প্রচার সম্পাদক মোহাম্মদ ইমরান।

সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান গাউসিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজারের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।