২৬ ডিসেম্বর, ২০২৫ | ১১ পৌষ, ১৪৩২ | ৫ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা

গাঁজা বিক্রি: চট্টগ্রামে ৩ জনের সাজা

চট্টগ্রামের বায়েজিদ ও চকবাজার এলাকায় গাঁজা কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বায়েজিদ থানার স্টারশিপ পাহাড়িকা আবাসিক এলাকা থেকে হাসিনা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

হাসিনা বেগমের ১৪ ও ৯ বছর বয়সী দুই ভাগ্নেকে সেখানে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

তাহমিলুর রহমান বলেন, অভিযানে দুই কেজি গাঁজা ও তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
“হাসিনাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ভাগ্নেকে তিনি গাঁজার পুরিয়া তৈরির কাজে ব্যবহার করতেন। শিশু হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

পরে নগরীর চক সুপার মার্কেটে অভিযান চালিয়ে তৃতীয় তলায় একটি ট্রাংকের ভেতর থেকে চারশ গ্রাম গাঁজা পায় ভ্রাম‌্যমাণ আদালত। এ সময় গাঁজা বিক্রেতা জসিম ও ক্রেতা মহিনকে আটক করা হয়।

এদের মধ্যে জসিমকে ছয় মাসের এবং মহিনকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান।

তিনি বলেন, “অভিযান চলাকালে চক সুপার মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।”

উদ্ধার করা গাঁজা পরে ধ্বংস করা হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।