২৫ জানুয়ারি, ২০২৬ | ১১ মাঘ, ১৪৩২ | ৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত

গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

হাফিজুল ইসলাম চৌধুরী: কক্সবাজারের রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১২ আগস্ট) সকালে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে নোটিশ জারি করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অধিক মনযোগী ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কায়সার জাহান চৌধুরী বলেন, ‘শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছি। বেশ কিছুদিন ধরে শুনা যাচ্ছে, শিক্ষার্থীরা ক্যাম্পাসে স্মার্টফোনে গান শুনছে এবং গল্প করছে। এতে শ্রেণিকক্ষে তারা মনোযোগী হতে পারছেন না। শ্রেণিকক্ষমুখী করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, শিক্ষক-শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন বা ক্যাম্পাসে মোবাইল ফোনে কথা বলছেন। এতে শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম ব্যহত হচ্ছে এবং শিক্ষার্থীরা শ্রেণির কার্যক্রমে মনোযোগী হতে পারছে না। এটা অনভিপ্রেত।’

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার বড়–য়া বলেন, এ ব্যাপারে এখন থেকে তদারকি করা হবে এবং কোন ছাত্র-ছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেলে তা কেড়ে নেওয়া হবে। পরবর্তীতে অভিভাবকের উপস্থিতিতে শাস্তি প্রদান করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।