২৭ আগস্ট, ২০২৫ | ১২ ভাদ্র, ১৪৩২ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

গবাদিপশুর হাট বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসকের

ইমাম খাইর, সিবিএন
করোনার সংক্রমণ রোধকল্পে এবার কক্সবাজারের সমস্ত গবাদি পশুর হাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে তিনি জানান।

শনিবার (২১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের ফেসবুক ওয়ালে এই ঘোষণা দেওয়া হয়েছে।

করোনা ভাইরাস থেকে আত্মরক্ষায় জনসমাগমে বুধবার (১৮ মার্চ) বিকালে বিধিনিষেধ আরোপ করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। পরে পর্যটন স্পটসমূহ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

ঘোষণার পর থেকেই জনশূন্য হয়ে যায় কক্সবাজার সমুদ্র পাড়সহ আশপাশের এলাকাগুলো।

কক্সবাজারে পর্যটক আগমন ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাত্রীবাহীবাস তল্লাসি করতে চকরিয়ায় বসানো হয়েছে পোস্ট।

বিভিন্ন বাস কাউন্টার ও জনসমাগমের জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারপত্র বিলিসহ সতর্কতামূলক প্রচারণা চালানো হয়।

যে সকল পর্যটক বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছিল তারা নিরাপদে গন্তব্যে চলে গেছে।

এরপর থেকে কক্সবাজার সমুদ্র সৈকত, ইনানী, হিমছড়িসহ প্রায় সব পর্যটন স্পটে চরম শূন্যতা বিরাজ করছে।

রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ-গণজমায়েত নিষিদ্ধ করে জেলা প্রশাসন।

কমিউনিটি ক্লাবে লোকসমাগম ও বিয়েশাদিতে কড়াকড়ি করে। শুক্রবার কক্সবাজার সাইফুল কমিউনিটি সেন্টারে একটি বিয়ের আয়োজনর অভিযান চালায় জেলা প্রশাসনের একটি টিম।

সতর্ক করা হয় কমিউনিটি সেন্টারের মালিক, বর ও কনে পক্ষকে।

শুক্রবার পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে আছে ৬৬ জন। প্রবাস থেকে ফিরেছে প্রায় ১৭০০ জন।

সূত্রঃ সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।