
সংবাদ বিজ্ঞপ্তিঃ উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, গ্রামাঞ্চলে খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুন সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করা সম্ভব। বিশেষ করে উখিয়া-টেকনাফে মাদকের বিস্তার রোধ করতে সবাইকে খেলাধুলার নানা প্রতিযোগিতা আয়োজনে এগিয়ে আসতে হবে।
তিনি আজ মঙ্গলবার বিকেলে উখিয়ার রত্নাপালং হোছাইন আলী মাতব্বর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার খেলাধুলার প্রসারে নানা মুখী উদ্যোগ নিয়েছে। প্রত্যেক উপজেলায় স্টেডিয়াম নির্মান করা হবে। তিনি উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের নেতা আদিল উদ্দিন চৌধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন সহ নেতৃবন্দ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।