৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

খুনিয়াপালং এ মাদক ও মানবপাচার প্রতিরোধক বিষয়ক সভা অনুষ্টিত

ramo
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন কমিটি পুলিশিং এর উদ্যোগে মাদক ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক এক সভা গতকাল শনিবার বিকালে ধোয়াপালংস্থ এলাকায় অনুষ্টিত হয়। খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবদুল গণি সওদাগরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমদ ভূইয়া।
খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত ) সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুছ সালাম কালু, রামু উপজেলা সেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ বিদুৎ, রামু থানা উপপরিদর্শক (এস আই ) আতিকুর রহমান।
খুনিয়াপালং ইউনিয়নের মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন মেম্বার নুরুল আলম নুরু, নজির আহমদ, হাজি জাকারিয়া, হাবিব উল্লাহ, ছৈয়দ আলম সোলতান, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুছ সালম, ৪ নং ওয়ার্ডের সভাপতি নাজির হোসেন নাজু প্রমুখ।
সভায় প্রধান অতিথি রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমদ ভূইয়া বলেছেন, মাদক ও মানবপাচার প্রতিরোধে পুলিশের পাশাপাশি এলাকার লোকজনকে একযুযোগে কাজ করতে হবে। যেখানেই মানবপাচারকারি দেখেন, সেইখানেই গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন। রাত যতক্ষন হউক না কেন এই সব অপরাধ দমনের জন্য থানা পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে ফোন করবেন।
সভায় সভার সভাপ্রতি খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবদুল গণি সওদাগর বলেছেন, মাদক ও মানবপাচাকারিদের যেখানেই পান সেখানেই গ্রেফতার করে পুলিশে সোর্পদ করুণ।
‘যতই প্রভাবশালি লোকের ছেলে সন্তান হউক না কেন, এই কাজে জড়িত থাকলে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।