২৪ আগস্ট, ২০২৫ | ৯ ভাদ্র, ১৪৩২ | ২৯ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

খুনিয়াপালং এ মাদক ও মানবপাচার প্রতিরোধক বিষয়ক সভা অনুষ্টিত

ramo
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন কমিটি পুলিশিং এর উদ্যোগে মাদক ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক এক সভা গতকাল শনিবার বিকালে ধোয়াপালংস্থ এলাকায় অনুষ্টিত হয়। খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবদুল গণি সওদাগরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমদ ভূইয়া।
খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত ) সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুছ সালাম কালু, রামু উপজেলা সেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ বিদুৎ, রামু থানা উপপরিদর্শক (এস আই ) আতিকুর রহমান।
খুনিয়াপালং ইউনিয়নের মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন মেম্বার নুরুল আলম নুরু, নজির আহমদ, হাজি জাকারিয়া, হাবিব উল্লাহ, ছৈয়দ আলম সোলতান, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুছ সালম, ৪ নং ওয়ার্ডের সভাপতি নাজির হোসেন নাজু প্রমুখ।
সভায় প্রধান অতিথি রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমদ ভূইয়া বলেছেন, মাদক ও মানবপাচার প্রতিরোধে পুলিশের পাশাপাশি এলাকার লোকজনকে একযুযোগে কাজ করতে হবে। যেখানেই মানবপাচারকারি দেখেন, সেইখানেই গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন। রাত যতক্ষন হউক না কেন এই সব অপরাধ দমনের জন্য থানা পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে ফোন করবেন।
সভায় সভার সভাপ্রতি খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবদুল গণি সওদাগর বলেছেন, মাদক ও মানবপাচাকারিদের যেখানেই পান সেখানেই গ্রেফতার করে পুলিশে সোর্পদ করুণ।
‘যতই প্রভাবশালি লোকের ছেলে সন্তান হউক না কেন, এই কাজে জড়িত থাকলে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।