১৪ অক্টোবর, ২০২৫ | ২৯ আশ্বিন, ১৪৩২ | ২১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

খুনিয়াপালং এ ইয়াবাসহ আটক মোস্তাকের ঘটনায় পৃথক দুই মামলা

রামু উপজেলা খুনিয়াপালং পূর্ব গোয়ালিয়া এলাকা থেকে ইয়াবাসহ মোস্তাক আহমদকে আটকের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল আব্বাস বাদি হয়ে রামু থানায় মামলা দুইটি দায়ের করেন। একটি মামলায় ইয়াবা উদ্ধারের ঘটনায় মোস্তাককে আসামি করা হয়েছে। অপর মামলায় মনছুর আলমকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে সরকারি কাজে বাধার কথা উল্লেখ করে মামলাটি দায়ের করেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ার আবুল হোসেন মামলা দায়ের বিষয়টি স্বীকার করেন।
প্রসঙ্গত: রামু থানাধীন পূর্ব গোয়ালিস্থ নিজ বাড়ীর সামনে থেকে উখিয়া সার্কেল এ,এস,পি জসিম উদ্দিন মজুমদার এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ মোস্তাক আহামদ(৩৫) ৯ হাজার পিস ইয়াবা ও ৭৫ গ্রাম ভাঙ্গা ইয়াবা সহ আটক করে। তাহাকে আটকের পর ৫০/৬০ জন সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি করিয়া ও ইট পাটকেল নিক্ষেপ করিয়া তাহাকে ছাড়িয়া নিতে চায়। পুলিশ ও পাল্টা গুলি করে। পুলিশ মোট ১২ রাউন্ড গুলি ও লাঠি চার্জ করিলে সন্ত্রাসীরা পালাইয়া যায়। আসামীরা পুলিশের সাথে আধা ঘন্টা গুলি করে ও ইট পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় ডিবি কং/৬৪৮ দুলাল হোসেন ও কং/১১০৫ মোঃ শরীফ উদ্দিন সামান্য আহত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।