২৪ আগস্ট, ২০২৫ | ৯ ভাদ্র, ১৪৩২ | ২৯ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

খুনিয়াপালং এ ইয়াবাসহ আটক মোস্তাকের ঘটনায় পৃথক দুই মামলা

রামু উপজেলা খুনিয়াপালং পূর্ব গোয়ালিয়া এলাকা থেকে ইয়াবাসহ মোস্তাক আহমদকে আটকের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল আব্বাস বাদি হয়ে রামু থানায় মামলা দুইটি দায়ের করেন। একটি মামলায় ইয়াবা উদ্ধারের ঘটনায় মোস্তাককে আসামি করা হয়েছে। অপর মামলায় মনছুর আলমকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে সরকারি কাজে বাধার কথা উল্লেখ করে মামলাটি দায়ের করেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ার আবুল হোসেন মামলা দায়ের বিষয়টি স্বীকার করেন।
প্রসঙ্গত: রামু থানাধীন পূর্ব গোয়ালিস্থ নিজ বাড়ীর সামনে থেকে উখিয়া সার্কেল এ,এস,পি জসিম উদ্দিন মজুমদার এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ মোস্তাক আহামদ(৩৫) ৯ হাজার পিস ইয়াবা ও ৭৫ গ্রাম ভাঙ্গা ইয়াবা সহ আটক করে। তাহাকে আটকের পর ৫০/৬০ জন সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি করিয়া ও ইট পাটকেল নিক্ষেপ করিয়া তাহাকে ছাড়িয়া নিতে চায়। পুলিশ ও পাল্টা গুলি করে। পুলিশ মোট ১২ রাউন্ড গুলি ও লাঠি চার্জ করিলে সন্ত্রাসীরা পালাইয়া যায়। আসামীরা পুলিশের সাথে আধা ঘন্টা গুলি করে ও ইট পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় ডিবি কং/৬৪৮ দুলাল হোসেন ও কং/১১০৫ মোঃ শরীফ উদ্দিন সামান্য আহত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।