২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ     ●  কক্সবাজারে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগনোর উদ্যোগ   ●  মহেশখালীতে সাংসদের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ    ●  জেএস‌আরের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ কে অপপ্রচার বলে দাবি সভাপতি জসিমের   ●  ‘দশ হাজার ইয়াবা গায়েব, আটক  সিএনজি জিডিমূলে জব্দ

খুনিয়া পালংয়ে ফের দলীয় প্রতীক নৌকার টিকেট পেলেন বর্তমান চেয়ারম্যান আবদুল মাবুদ

নিজস্ব প্রতিবেদক:

রামুর খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফের আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার টিকেট পেয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের দুই দুইবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ। নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে এ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৬ সালের ২৮ মে খুনিয়া পালং ইউনিয়নে নৌকা প্রতীকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আবদুল মাবুদ।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন দেওয়া হয়। এমন ঘোষণা শোনার পর দলীয় নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানান।

চেয়ারম্যান আবদুল মাবুদ বলেন, ‘সব মানুষের আন্তরিক ভালোবাসা ও দোয়ায় প্রিয় নেত্রী শেখ হাসিনা দ্বিতীয় বারের মতো আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আগামী ১১ নভেম্বর নির্বাচনে সবার ভালোবাসা নিয়ে নির্বাচিত হব বলে আশাবাদী ইনশাআল্লাহ। দলীয় প্রতীক পাওয়ায় আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।’
তিনি আরও জানান, মনোনয়ন বোর্ডে দলীয় একাধিক ব্যক্তি নৌকা প্রতীক চেয়েছেন। তার মধ্যে নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছে। আমি সবার দোয়া ও আশীর্বাদ চাই। সকল ভেদাভেদ ভুলে আগামী ১১ নভেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিনীত অনুরোধ জানান তিনি।
বিশিষ্ট সাংবাদিক ও চেয়ারম্যান আবদুল ছাত্র জীবন থেকে রাজনীতিতে প্রবেশ করেন। স্কুল থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও কক্সবাজার জেলা ছাত্রলীগের একাধিক কমিটির দায়িত্ব পালন করেন।

এ সময় চারদলীয় জোট সরকারের আমলে কারানির্যাতিত ছাত্রনেতা হিসেবে প্রধানমন্ত্রীর কাছে পরিচিত লাভ করেন। দলের দুঃসময়ে যুবলীগের প্রথম সারির সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক হিসেবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।