
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬ মে) সন্ধ্যায় রামু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশে মেইনরোড়ে সিএনজিচালিত গাড়ি তল্লাশি করে যাত্রীর ব্যাগে থাকা লেক্সাস বিস্কিটের প্যাকেটে লুকানো এসব ইয়াবা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন।
গ্রেফতার মাদক কারবারির নাম আলমগীর (৪০)। তিনি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্বধেচুয়াপালং ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি আলমগীরকে আটক করা হয়েছে। সিএনজিচালিত গাড়ি নিয়ে যাত্রী সেজে যাওয়ার সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে লেক্সাস বিস্কিটের প্যাকেটে ৫ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মেজবাহ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।